শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই : ড. কামাল আবদুল নাসের

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৭   আপডেট: ১৮ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.কামাল আবদুল নাসের চৌধুরী সমাজের প্রতিটি মানুষকে শিক্ষার উন্নয়নে এগিয়ে আসারও আহবান জানিয়ে বলেছেন, সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। শুধু শিক্ষাই মানুষকে উন্নতির শিখরে নিতে পারেনা এর জন্য প্রচুর জ্ঞান ও ধ্যান-ধারনাও থাকতে হয়। শনিবার সকাল ১১টায় গোদনাইল উচ্চ বিদ্যালয় মাঠে গোদনাইল উচ্চ বিদ্যালয়ের গৌরবের ৬৬ বছরের পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাউন্সিলর হাজী মোঃ ইফতেখার আলম খোকনের সভাপতিত্বে পুর্নমিলনী অনুষ্ঠানের উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ রাব্বি মিয়া, পুলিশ সুপার মোঃ মইনুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়নগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু, আর কে গ্রুপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক কায়সার আহমেদ (রাজিব)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গোদনাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান মোঃ লাল মামুদ মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ, নাসিক ৮নং কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান মতি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ ইয়াসিন মিয়া, হাজী আনোয়ার হোসেন মেহেদী, হাজী মাসুদ পারভেজ মাসুম, ১০নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা কাজি আমির হোসেন প্রমুখ। প্রধান অতিথি ড.কামাল আবদুল নাসের চৌধুরী আরো বলেন, আমি ও আমার বড় ভাই অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম। বিগত সময়ে দুইবার আমি স্কুলের অনুষ্ঠানের আসার সৌভাগ্য হয়েছিলো আমার। স্কুল জীবনের কথাগুলো এখনও মনে পড়লে মন চায় আবারও তোমাদের মত স্কুলে ভর্তি হই। মাদক ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গড়তে তিনি বাংলার প্রতিটি মানুষকে জাগ্রত হওয়ার আহবান জানান। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে হলে প্রয়োজন সোনার মানুষের। আমি মনে করি আমার এ শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আগামীর বাংলাদেশ পরিচালনা করতে নতুন সোনার মানুষের সৃষ্টি হবে। এসময় তিনি বিদ্যালয়ের জন্য একটি লাইব্রেরী নির্মান এবং শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব গঠনের জন্য বিদ্যালয়ে কিছু কম্পিউটার প্রদানের ঘোষনা দেন। এছাড়াও বিদ্যালয়ের নতুন ভবন নির্মান সর্ম্পকে তিনি স্থানীয় সাংসদ এর সাথে কথা বলবেন বলে বলেন। সাংসদ শামীম ওসমান তার বক্তব্যে বলেন, মাদক ও জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর সাথে নারায়নগঞ্জের লাখো জনতা রয়েছে। প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এখনও লাখো লাখো মুজিব সৈনিক রয়েছে বাংলার জমিনে। শেখ হাসিনার নেতৃত্বে চলছে উন্নয়নের গনজোয়ার আর এ উন্নয়নের গনজোয়ারকে অব্যাহত রাখতে হবে। নারায়নগঞ্জের উন্নয়নের জন্য তিনি প্রধান অতিথির কাছেও আহবান জানান। জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, দেশ যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে চলছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাতে নিঃসন্দেহে অল্প সময়ে মধ্যে দেশ আরো সামনে অগ্রসর হবে। একটি উন্নত দেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি তিনি এ স্কুলেরই ছাত্র যদি শিক্ষার্থীরা তার পথকে অনুসরন করো মনোযোগের সহিত পড়ালেখা করো আশাকরি ভবিষ্যতে তোমরা দেশের উন্নয়নের বিশেষ ভুমিকা রাখতে পারবে। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত দেশ সর্ম্পকে তিনি বলেন, এ সকল বিষয়ে আমাদের সবাইকে সচেতন হবে যদি আমরা সকলেই সচেতনার সহিত কাজ করি তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ থেকে মাদক ও জঙ্গীবাদকে নির্মুল করতে পারবো।
এই বিভাগের আরো খবর