বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

না’গঞ্জ এসে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানালেন: ‘আইভীর পাশে আছেন প্রধানমন্ত্রী’

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৭   আপডেট: ১৬ মার্চ ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: নারায়ণগঞ্জবাসীকে সিটি মেয়র আইভী সম্পর্কে বিশেষ বার্তা দিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তবে কাউন্সিলররা শিল্পমন্ত্রীর কাছে নাম উল্লেখ না করে ওসমান পরিবার সম্পর্কে নালিশ জানালেন। মেয়র আইভীকে খোদ প্রধানমন্ত্রী বিশেষ ভালবাসেন, তার পাশে প্রধানমন্ত্রী রয়েছেন, আর আমরাতো আছিই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর উন্নয়ন নিয়ে চিন্তার কিছু নেই। নারায়ণগঞ্জের উন্নয়ন কেউ আটকে রাখতে পারবে না। গতকালও মেয়র মন্ত্রনালয়ে গিয়েছে এবং নারায়ণগঞ্জবাসীর জন্য বরাদ্দ নিয়ে এসেছে। শিল্পমন্ত্রী ও বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা গতকাল বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কার্যালয় পরিদর্শনে এসে সিটি কর্পোরেশন এর কাউন্সিলরদের বক্তব্যের প্রেক্ষিতে এসব কথা বলেন। বিকেল সাড়ে তিনটায় তিনি সিটি করপোরেশনে যান এবং সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কাউন্সিলররা মন্ত্রী আমুকে বলেন, আপনি নারয়ণগঞ্জ সিটি করপোরেশনের দিকে একটু খেয়াল রাখবেন। কারন এখানে সিটি করপোরেশনের সকল কাজেই বাধা দেয়া হয়। বিশেষ করে মেয়র মহোদয় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কোন ভাল কাজ হাতে নিলেই একটি মহল থেকে বাধা সৃষ্টি করা হয়। পরিদর্শনের সময় মেয়র নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নকাজ প্রসঙ্গে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় কাউন্সিলররা ছাড়াও এ সময় নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল কাদির, বাংলাদেশ শ্রমিকলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ, নারায়ণগঞ্জ শহর যুবলীগের সাধারন সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিনহাজুল কাদির মিমন এবং যুবলীগ নেতা আবু সুফিয়ান সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে নারায়ণগঞ্জ ক্লাবে বিকেএমইএ আয়োজিত নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের বিকাশমান শিল্পকারখানা প্রসারের জন্য আলাদা আলাদা শিল্পপার্ক গড়ে তোলা হবে। বিচ্ছিন্নভাবে শিল্পকারখানা স্থাপন করা হলে গ্যাস, বিদ্যুৎসহ নানা সংযোগ পেতে ঝামেলা হয়, অনেক সময় বিশৃংখলা ঘটে। নিরাপত্তার অভাব হয়, কিন্তু একীভুত থাকলে গ্যাস বিদ্যুৎসহ সকল প্রকার প্রয়োজন দ্রুত মেটানো যায়। তিনি বলেন, ক্যামিকেল, প্লাস্টিক, মুদ্রন শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং সহ অগ্রসারমান শিল্পের বিকাশের জন্য আলাদা আলাদা শিল্পপার্ক নির্মাণ করা হবে। তিনি বলেন, জঙ্গীবাদের একটি কালো ছায়া এই দেশকে আবারো গ্রাস করতে চাইছে। অসাম্প্রদায়িকতাসহ নানা রকমের হামলার মধ্যদিয়ে জঙ্গিরা আজ দেশের উন্নয়নের ধারাকে ব্যাহত করতে চাইছে। সেই ৭১ থেকে রাজাকারের দল আজ পর্যন্ত ক্ষমতা হাসিল করতে না পেরে জঙ্গিবাদের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে, কিন্তু তা সম্ভব না।
এই বিভাগের আরো খবর