শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

‘শীতল’বাসে বেড়েছে জ্যাম

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৭   আপডেট: ১৬ মার্চ ২০১৭

যুগেরচিন্তা২৪.কম: গত দু’দিন ধরে যানজট যেন গলা চেপে ধরেছে নগরবাসীকে। এমনিতেই জ্যাম যন্ত্রনায় অস্থির নারায়ণগঞ্জবাসীর গোদের ওপর বিষফোঁড়া হয়েছে ‘শীতল’ এসি বাস। চাষাড়ার মতো গুরুত্বপূর্ণ স্থানে এ বাসের কাউন্টার করায় জ্যাম বেড়েছে বলে মনে করেন সচেতন মহল। আগে থেকেই এ মোড় ও আশপাশে রয়েছে একাধিক যানবাহন স্ট্যান্ড ও কাউন্টার।  গতকাল সরেজমিনে দেখা গেছে, ২ নং রেল গেইট থেকে চাষাড়া, মাসদাইর গোরস্থান ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চানমারী এলাকা পর্যন্ত যানবাহন যেন থমকে রয়েছে। রাস্তায় ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাস, ট্রাক, কভার্ডভ্যান, প্রাইভেটকার, সিএনজিসহ সব যানবাহনকে। রেহাই পায়নি রিকশা যাত্রিরাও। কিছুক্ষন পর পর একটু এগুলেও আবার থেমে যেতে হচ্ছে জ্যামের কারণে। আউয়াল মিয়া নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী জানালেন, রিকশায় করে চাষাড়া থেকে ঈদগাহ  মাঠ পর্যন্ত আসতে সময় লাগে মাত্র ৩ মিনিট। গতকাল বৃহস্পতিবার আধা ঘন্টা লেগেছে। জামতলার আসমা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তায় প্রচুর গাড়ি থাকায় জ্যাম হচ্ছে। এভাবে জ্যামের কারণে আমাদের সময় নষ্ট হচ্ছে। অথচ ব্যক্তি স্বার্থে নতুন নতুন গাড়ি নামাচ্ছে ক্ষমতাসীন প্রভাবশালীরা। সম্প্রতি যানজট নিরসনে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নানা ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে। অবৈধ স্ট্যান্ড ও যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে সচেতন মহল থেকে। এ অবস্থায় নতুন করে গাড়ি ও স্ট্যান্ড এবং কাউন্টার করা জ্যাম সৃষ্টি হবে বলে মনে করেন তারা। মিশন পাড়ার বাসিন্দা জামিল হোসেন জানান, চাষাড়া নবাব সলিমুল্লাহ সড়কটি শীতল এসি বাস সার্ভিসের স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। গাড়িগুলো মেট্রো হল চত্বর থেকে ইউটার্ন নিয়ে মিশন পাড়া থেকে শুরু করে হকার্স মার্কেট পর্যন্ত মূল সড়ক দখল করে রাখা হয়েছে। এতে করে নতুন করে আরো বেশী করে যানজটের শিকার হচ্ছে নগরবাসী। এছাড়াও হকার্স মার্কেটের সামনে গাড়িগুলো রাখার কারণে এখানকার ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানালেন তারা।
এই বিভাগের আরো খবর