শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ঘেরাও মিছিলে পুলিশি হামলার নিন্দা জানিয়ে বাম দলের সমাবেশ, বিক্ষোভ

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৭   আপডেট: ১৬ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবি - বাসদ জোট ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা ঘেরাও কর্মসূচির শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলার প্রতি নিন্দা জানিয়ে সিপিবি-বাসদ জোট নারায়ণগঞ্জ জেলা বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলার শ্রমিক নেতা আবু নাঈম খান বিপ্লব, শ্রমিক নেতা সেলিম মাহমুদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সম্পাদকমন্ডলীর সদস্য ও নারী নেতৃত্ব শাহানারা বেগম, শ্রমিক নেতা আব্দুল হাই শরীফ, জাহাঙ্গীর আলম গোলক সহ আরও অনেকে। সমাবেশ পরবর্তী সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করেন তারা। সভাপতির বক্তব্যে হাফিজুল ইসলাম বলেন, গণতান্ত্রিক আন্দোলনগুলো এভাবে পেটুয়া বাহিনী দ্বারা প্রতিহত করার মাধ্যমে সরকার প্রমান করেছে যে তারা স্বৈরাচারী। ইতিহাস সাক্ষী বাংলাদেশের মানুষ জানে কীভাবে স্বৈরাচারের পতন ঘটাতে হয়। বর্তমানে আমাদের দেশে দু’টো বিরোধী দল যার মধ্যে একটাকে সরকারের গৃহপালিত বিরোধী দল বলাটাই শ্রেয়। কিন্তুু জনগনের এই পরিস্থিতিতেও অপর বিরোধী দল নিশ্চুপ করে প্রমান করছে যে তারাও ব্যতিক্রম নয়। তাই জনগণের দাবি আদায় এর জন্যে গড়ে তুলতে হবে বিকল্প বাম শক্তি। আবু নাঈম খান বিপ্লব বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে বৃদ্ধি পাবে জীবনযাপনের সাথে সম্পর্কিত প্রয়োজনীয় দ্রব্যমূল্য, বাড়িভাড়া ও যাতায়াতের খরচ কিন্তু শ্রমিকের মজুরি বাড়েনি এক টাকাও। তবে কি এ সকল শ্রমিকদের বেঁচে থাকার অধিকার নেই। জনগন বেঁচে থাকার সংগ্রামে নামলে পুলিশ নামক পেটুয়া বাহিনির হামলার স্বীকার হয়।
এই বিভাগের আরো খবর