শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

শিল্পমন্ত্রীর কাছে শ্রমিকরা জানাতে পারেননি মানবেতর জীবনযাপনের কথা

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৭   আপডেট: ১৬ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (ফতুল্লা) : ৩ মাস ধরে বেতন পাচ্ছে না শিবু মার্কেট এলাকার আকবর গার্মেন্টস এর শ্রমিকরা। বৃহস্পতিবার শিবু মার্কেট এলাকায়  শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে কথা বলতে দাঁড়িয়ে ছিল অর্ধশত শ্রমিক। কিন্তু ফতুল্লা মডেল থানার ওসি শাহজালালের তোপের মুখে শ্রমিকরা মন্ত্রীর গাড়ি থামাতে পারেননি। ফলে নিরীহ শ্রমিকরা নিরিহ শ্রমিকরা জানাতে পারেননি তাদের মানবেতর জীবনযাপনের কথা। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বৃহস্পতিবার বিকেলে  ফতুল্লার লালখা এলাকায় হৃদয় গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান  উদ্ভোধন করতে এসেছিলেন।  এ সময় মন্ত্রীর সাথে কথা বলার জন্য শিবু মার্কেট হয়ে লাল খা যাওয়ার পথে  অর্ধশত শ্রমিক দাঁড়িয়ে ছিলেন সড়কের পাশে। শ্রমিকরা বলেন, মন্ত্রী আসছেন। এমন খবরে তারা সড়কের পাশে দাঁড়িছেন মন্ত্রীর কাছে নিজেদের দুঃখের কথা বলার জন্য। আকবর গার্মেন্টস এর মালিক প্রায় ৩ মাস যাবৎ বেতন ভাতা দিচ্ছে না এমন অভিযোগই তারা মন্ত্রী মহোদয়ের কাছে বলবেন।  কিন্তু ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শাহজালাল, শ্রমিকদের  দুঃখ মন্ত্রীর কাছে আর বলতে দিলেন না।  শ্রমিকদের সাথে ওসি শাহজালাল রুঢ় আচরণ করেছেন বলেও অভিযোগ শ্রমিকদের।
এই বিভাগের আরো খবর