মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ৩ ১৪৩১

বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও খাদ্যে ভেজাল নাই : অতিরিক্ত জেলা প্রশাসক

প্রকাশিত: ১৫ মার্চ ২০১৭   আপডেট: ১৫ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) জসিম উদ্দিন হায়দার বলেন, আজকের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভোক্তার অধিকার সংরক্ষণ এবং সরকার প্রদত্ত যে অনুশাসন আছে তা প্রতিপালন। আমাদের দৃষ্টি যতটা পরিবর্তন হওয়ার কথা ততটা হয় নি। আমি বাংলাদেশের শীর্ষ কয়েকটি সেমাই ফেক্টরীতে ঢুকেছি। এর পর থেকে আমার সেমাই খেতে ঘৃণা লাগে। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও খাদ্যে ভেজাল নাই। বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০১৭ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আয়োজিত আলোচনার সভায় তিনি এসব কথা বলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার রোজিনা আক্তার, সাবেক মহাপরিচালক সিভিল সার্জন ও নারায়ণগঞ্জ জেলা ক্যাব সভাপতি এ. ওয়াই. এম. হাসমত উল্লাহ, ডা. প্রবীর কুমার দাস সিভিল সার্জন অফিস নারায়ণগঞ্জ, বাংলাদেশ ব্রেড বিস্কুট এবং কনফেকশনারীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি আরও বলেন, অন্য দেশে ৫০ পয়সা দাম বাড়লে মানুষ রাস্তায় নেমে পড়ে। আমরা বাঙালীরা সারাদিন ওয়াজ শুনেও কোন লাভ হয় না। কাউকে বেশি কিছু বললে লোকে বলে উন্মাদ। আমি ঝোলায়ে পিটানো মানুষ। এখন ম্যাজিষ্ট্রেট হয়ে গিয়েছি পারি না। কষ্ট লাগে। এত বলি শুনে না। কত কাউন্সিলিং করছি কাজ হয় না। দুর্গন্ধ ময়লা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি হয়। বনফুল লাচ্ছা সেমাইয়ের মতো প্রতিষ্ঠানও ভেজাল করে। আলাউদ্দীনের সেমাইয়ে ও ভেজালের জন্য জরিমানা করেছি । আমাকে এক মন্ত্রী বলেছিলেন জসীম ভাই আপনার মনে হয় চাকরীর মায়া নাই। আমি বলেছিলাম ভাই এটা আমার ৪র্থ চাকুরী। দেশের জন্য কিছু করার জন্য এসেছি। এত কথার মধ্যে যদি একজন ব্যক্তিও যদি কথা শুনে তবে স্বার্থকতা। এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক শতকথা সম্পাদক ও প্রকাশক আজহার হোসেন, নারায়ণগঞ্জ জেলা ক্যাব সমাজ কল্যান সম্পাদক হাজী মনির হোসেন, নিউক্লিয়াস স্কুল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রবৃন্দ।
এই বিভাগের আরো খবর