শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

সোনারগাঁয়ে বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড, শতাধিক ঘর ও দোকানপাট পুড়ে ছাই

প্রকাশিত: ১৫ মার্চ ২০১৭   আপডেট: ১৫ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সোনারগাঁ) : সোনারগাঁ উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে শতাধিক ঘর ও দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার দিবাগত গভির রাতে উপজেলার কাচঁপুরে সেনপাড়া বস্তিতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। ভুক্তভোগী ও এলাকাবাসীরা জানান, উপজেলার কাচঁপুর ইউনিয়নের সেনপাড়া বস্তিতে মঙ্গলবার গভীর রাতে সুরুজ লালের কোরেসিন তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্ত্বের মধ্যেই বস্তির আশপাশের দোকান ও বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দোকানপাট সহ বস্তির শতাধিক বসত ঘর ও ঘরে থাকা নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ঢাকার ডেমরার ফায়ার ষ্টেশনের একটি ইউনিট ও হাজিগঞ্জ থেকে একটি ইউনিট সহ দুইটি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম। বস্তির বাসিন্দা নারায়ন চন্দ্র দাস ও মোবারক হোসেন জানান, আগুনে বস্তির ১০৮টি ঘর ও দোকানপাট পুড়ে গেছে। বসত ঘরে থাকা নগদ টাকা, স্বণালংকার সহ কোটি টাকার বেশী ক্ষতি হয়েছে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীনুর ইসলাম জানান, অগ্নিকান্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে ১০ কেজি চাউল ও নগদ ২ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
এই বিভাগের আরো খবর