মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

অপরাধীদের প্রতিহত করতে সবাইকে নিয়ে এসকাথে কাজ করবো : অতিরিক্ত পুলিশ সুপার

প্রকাশিত: ১৫ মার্চ ২০১৭   আপডেট: ১৫ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সিদ্ধিরগঞ্জ) : জেলা পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) মো: শরফুদ্দিন বলেছেন, সিদ্ধিরগঞ্জে প্রায় ৫লাখ লোক বসবাস করে আর তাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ৬০/৬৫ জন পুলিশ। সাধারন জনগনের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে এলাকার অপরাধ দমন করা সম্ভব নয়। মাদক, সন্ত্রাস ও পেশীশক্তি প্রয়োগকারীদেরকে প্রতিহত করতে সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে একসাথে আমরা একসাথে কাজ করবো। বুধবার দুপুরে নাসিক ৬নং ওয়ার্ডের গোদনাইল এসও রোড এলাকাস্থ কেন্দ্রীয় ঈদগাহে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং এর নতুন কমিটির পরিচিতি সভা এবং ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কমিউনিটি পুলিশিংয়ের প্রধান সমন্বয়কারী মুহা. সরাফত উল্লাহ’র সভাপতিত্বে এবং পরিদর্শক (তদন্ত) মো: আবুল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো: ইয়াসিন মিয়া, সহ-সভাপতি ও থানা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শাহ আলম, সদস্য সচিব তাজিম বাবু, সদস্য ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি, ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, ১০,১১,১২নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মিনুয়ারা মিনু ও সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর রেহেনা পারভীন। এসময় সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে গঠিত কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদেরকে সকলের মাঝে পরিচয় করিয়ে দেয়া হয় এবং থানা পুলিশের সাথে সমন্বয় করে সমাজ থেকে অন্যায় অপরাধকে প্রতিরোধ করতে কাজ করার আহ্বান জানানো হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিম, থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল হক রাজু, থানা আওয়ামীলীগের সদস্য বদিউজ্জামান বদু, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমএ বারী, সাধারন সম্পাদক খন্দকার শাহআলম, কৃষকলীগ নেতা নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো: আশরাফ উদ্দিন ও খন্দকার মানিক মাষ্টারসহ প্রত্যেকটি ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি।
এই বিভাগের আরো খবর