শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

অবশেষে শামীম ওসমানের নির্দেশে সেহাচর-তক্কারমাঠ সড়ক নামেই নাম করন

প্রকাশিত: ১২ মার্চ ২০১৭   আপডেট: ১২ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (ফতুল্লা) : ফতুল্লার সেহাচর তক্কারমাঠ এলাকাবাসীর বিক্ষোভের  প্রতিবাদে সড়কের নামকরণ থেকে সাবেক ছাত্রলীগ নেতা মোবারকের বাবার নাম মুছে ফেলার নির্দেশ দিয়েছেন স্থানীয় এমপি একে এম শামীম ওসমান। এতে এলাকাবাসী শান্ত হয় ও তাদের মাঝে সস্তি ফিরে আসে।এমপি শামীম ওসমানকে ধন্যবাদ জানান। এমপির নির্দেশে গতকাল রোববার এলাকাবাসী উদ্যোগে সেহাচর তক্কারমাঠ এলাকার নামেই নাম করন করা হয়। এ সময় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন, হাজী মোঃ হযরত আলী, মাহাতাব মন্ডল, মোঃ মজিবুর রহমান, বি এম কামরুজ্জাম আবুল, মোঃ মানিক মোঃ সোহাগ আলী, এমদাত হোসেন মামুন, মোঃ সেলিম, মোঃ সোহেল, মোঃ ফজলুল হক সহ এলাকার বহু গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য গত ৮ ই মার্চ বুধবার স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা মোবারক হোসেন তার বাবা তোজাম্মেল আলীর নামে সেহাচর তক্কারমাঠ সড়ককে দাপা তোজাম্মেল আলী সড়ক নামকরণ করেছিলো। এই সড়কটিতে তাদের কোনো অনুদান না থাকা সত্ত্বে এই সড়কের নাম তোজাম্মেল আলীর নামে নামকরণ করার উদ্যোগ নেয়া হলে, এর প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পরে। সড়কটি এম পি শামীম ওসমান  নির্মাণকাজের উদ্বোধন করতে এলে এলাকাবাসী তার কাছে অভিযোগ তুলে ধরে আর সেহাচর তক্কারমাঠ নামে পরিচিত এলাকে সেহাচর তক্কারমাঠ রোড দেয়ার জন্য দাবী জানান। এরপর এমপি শামীম ওসমান এলাকাবাসীর দাবীর প্রতি সম্মান জানিয়ে তাৎক্ষণিক এ নাম মুছে ফেলে পূর্বের নামে নামকরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ফরি/এস/এস
এই বিভাগের আরো খবর