বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

নবীগঞ্জ দিয়েই শীতলক্ষ্যা সেতু হবে, এর নাম হবে ‘কদম রসুল সেতু’ : আইভী

প্রকাশিত: ১০ মার্চ ২০১৭   আপডেট: ১১ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : নারায়ণগঞ্জ সিটি করপোরশেনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নবীগঞ্জ দিয়েই নির্মান করা হবে শীতলক্ষ্যা সেতু। তবে এই সেতুর নাম হবে ‘কদম রসুল সেতু’। আপনাদের চাওয়া অনুযায়ী সাজানো হবে নগরী। বন্দরের সিরাজদৌল্লাহ ক্লাব মাঠে একটি বদ্ধভূমি রয়েছে তা আধুনিক ভাবে সংস্কার করা হবে।  শুক্রবার বিকেলে বন্দরের সিরাজদ্যেল্লাহ ক্লাব মাঠে মাঠ ভরাজ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিরাজদৌল্লাহ ক্লাবের সভাপতি নাজিমুল ইসলাম ভ’ইয়া পল্টুর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে ছিলেন ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ মিয়া, এ সময় আরও বক্তব্য রাখেন মোস্তফা খান, আক্তারুজ্জামান মিয়া, মোঃ মনিরুজ্জামান ভ’ইয়া, ইউসুফ ভ’ইয়া ননী, রহমত উল্লাহ মিয়া, শংকর দাস, বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, মহিলা কাউন্সিলর শাওন অংকন, শিউলী নওশাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এড. নুরুল আলম, বাহাউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মোশারফ খান, সৈয়দ খোরশেদ আলম খসরু, মুক্তিযোদ্দা মুক্তা বেগম, আমেনা খাতুন মনোয়ারা, মিয়া বাবু, শাহজাহান, হাবিবুর রহমান, পনির ভ’ইয়া প্রমুখ। এসময় মেয়র আইভী আরো বলেন,  জাইকার দাবী নবীগঞ্জ দিয়ে শীতরক্ষ্যা সেতুটি যেন হাইওয়ের সাথে সংযুক্ত করা যায়। প্রধানমন্ত্রী সবকিছু জানেন আমি প্রধানমন্ত্রীর আদেশ মোতাবেক সকল কাজ করব। কালে/এস/এস
এই বিভাগের আরো খবর