বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

গ্রীক মূর্তি অপসারণের দাবিতে হেফাজতের সমাবেশ, সরকারকে হুশিয়ারী

প্রকাশিত: ১০ মার্চ ২০১৭   আপডেট: ১০ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : সুপ্রীম কোর্টের সামনে স্থাপিত গ্রীক মূর্তি অপসারণের দাবিতে সমাবেশ করেছে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ। শুক্রবার জুম্মার নামাজের পর শহরের বৃহৎ ডিআইটি বাণিজ্যিক মসজিদের সামনে বঙ্গবন্ধু সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মূর্তি অপসারণ না হলে সারাদেশের তৌহিদী জনতা ও মুসল্লীরা আবারও মাঠে নামবে বলে সমাবেশে ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার নেতারা। সভাপতির বক্তব্যে জেলা হেফাজতের আমীর মাওলানা আবদুল আউয়াল বলেন, আমাদের বিরুদ্ধে মামলা হামলা ও জুজুর ভয় দেখিয়ে মূর্তি স্থাপনের আন্দোলন থেকে সরাতে পারবেন না। বরং আন্দোলন দিন দিন বাড়বে। হেফাজতের মহানগর কমিটির সেক্রেটারী মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ‘আরো একটি শাপলা চত্বরের প্রতিধ্বনি আসছে। সরকার বাধ্য করছে মাঠে নামার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজত নেতা আবদুল কাদির, হারুন অর রশিদ, মুফতি মাসুম বিল্লাহ, আনিস আনসারী প্রমুখ। এ ছাড়াও নেতৃবৃন্দরা ওই সমাবেশে সম্প্রতি হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহারের দাবী জানান। কালে/এস/এস
এই বিভাগের আরো খবর