শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে শিশু বিক্রি চক্রের মূল হোতা স্বামী-স্ত্রী গ্রেফতার

প্রকাশিত: ৯ মার্চ ২০১৭   আপডেট: ৯ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সিদ্ধিরগঞ্জ) : রাজধানী ঢাকার শাহ আলী এলাকা থেকে ৮ মাসের শিশু মরিয়মকে অপহরণকারী সংঘবদ্ধ শিশু চোর চক্রের মূল হোতা স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১-এর সদস্যরা। বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় আদমজীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১১ এর সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেপ উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, ২০ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকার মিরপুরের শাহ আলী থানা এলাকার বাসিন্দা সেতু বেগমের আট মাসের শিশু কন্যা মরিয়মকে প্রতিবেশী মিনারা বেগম চুরি করে নিয়ে যায়। পরে তিনি শিশুটিকে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ পানির ট্যাংকি এলাকার দম্পতি মাসুম ও মৌসুমীর কাছে ১৫ হাজার টাকা বিক্রি করে দেন। মরিয়ম নিখোঁজ হলে তার মা সেতু বেগম শাহ আলী থানায় একটি জিডি করেন। কিন্তু পুলিশ শিশুটিকে উদ্ধার করতে না পারায় সেতু বেগম র‌্যাব-১১ এর কাছে গত ২০ ফেব্রুয়ারিতে অভিযোগ দেয়। সেই অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি দল নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকা থেকে শিশু মরিয়মকে উদ্ধার করে। এ সময় শিশু চুরি চক্রের সদস্য স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করা হয়। কিন্তু শিশু চুরি ও বিক্রি চক্রের মূল হোতা আল-আমিন ও তার স্ত্রী সালমা পলাতক থাকে। বৃহস্পতিবার সকালে আল-আমিন ও তার স্ত্রী সালমাকে শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। র‌্যাব আরও জানায়, গ্রেফতার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার শাহ আলী থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আগের মামলা থাকায় নতুন করে মামলা দেয়া হয়নি।

এই বিভাগের আরো খবর