বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

সিদ্ধিরগঞ্জে চিকিৎসা সেবার নামে ব্ল্যাকমেইলিং, গ্রেফতার ৭

প্রকাশিত: ৯ মার্চ ২০১৭   আপডেট: ৯ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সিদ্ধিরগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে এবার সল্প মূল্যে স্বাস্থ্য সেবার দেয়ার নামে এক সিএনজি ড্রাইভারের সাথে ব্ল্যাকমেইলিং করার সময় জনতার রোশানলে পরে গ্রেফতার হলেন ৭ প্রতারক। বুধবার রাত ১০ টায় সিদ্ধিরগঞ্জ থানা এলাকার চিটাগাংরোড রেন্ট এ কারে প্রতারনা করার সময় তাদের আটক করে থানায় দিয়ে দেয় রেন্ট কারের কর্মকর্তারা। আটকরা হলেন, মাহুফুজ শাওন, (১৮) জীবন (১৮), সুমাইয়া আক্তার (১৭), হাবিব (১৭), মিঠু(১৯), ইমরান(২০), রবিউল (১৮)। এরা সকলেই সাইলবোর্ডের তুষারধারা এলাকার বাসিন্দা। তাদের সাথে ফ্যামিলি ল্যাব নামে একটি হসপিটালের মানি রিসিট ও মোবাইলসহ বেশ কিছু প্রতারনার আলামত উদ্ধার করে পুলিশ। ভিকটিম সিএনজি চালক আতিয়ার রহমান বলেন, সাত জনের মধ্যে সুমাইয়া আক্তার নামের মেয়েটি সাইনবোর্ডে অবস্থিত ফ্যামিলি ল্যাব হসপিটালে ২০ টাকায় টিকিট কিনলে ডাক্তারসহ ওষুধে ২০ থেকে ৩০ পার্সেন্ট ছাড় ও কোন কোন রোগে পুরোটাই ছাড় আছে এমন কথা বলে তাকে প্রতারনার টোপ ফেলে। পরে দুই দিন ঘুরিয়ে সিএনজি চালকের সাথে দেখা করে প্রতারক চক্রের সাত জন। এক পর্যায়ে সিএনজি চালককে নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দিয়ে তার নামে থানায় পাঁচটা মামলা ও তিনি পাচটি বিয়ে করেছেন বলে হুমকি ধামকি দিয়ে তাকে টানা হেচরা করে। এ সময় তিনি চিৎকার দিলে রেন্ট এ কার স্ট্যান্ডে থাকা চালকলীগ নেতা জুলহাসসহ কয়েকজন এসে প্রতারকদের ধরে থানা পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আইনগত পক্রিয়ায় আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে। এস/এস
এই বিভাগের আরো খবর