শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক মঞ্চে

প্রকাশিত: ২১ মে ২০১৭   আপডেট: ২১ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সোনারগাঁ) : সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীর মধ্যে বিভিন্ন কারনে দীর্ঘ ছয় বছর বিভক্তি দেখা গেলেও গত শনিবার জামপুর ইউনিয়নে অনুষ্ঠিত এক সমাবেশকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী সংগঠনটির সকল নেতাকর্মীকে এক মঞ্চে দেখা যায়। উক্ত সভায় উপজেলা আওমীলীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সকল বিভেদ ভুলে কাঁধেকাঁধ রেখে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেন সকল নেতাকর্মীরা। এসময় বক্তারা স্থানীয় সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও তার পরিবার কে প্রতিহত করার ঘোষনা দেন তারা। দলীয় সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে আবুল হাসনাতকে সভাপতি ও আব্দুল হাই ভূইয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়। ২০০৬ সালে আবুল হাসনাত ও ২০১৩ সালে আব্দুল হাই ভূইয়া মারা যাওয়ার পর কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট সামছুল ইসলাম ভূইয়া ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। খোঁজ নিয়ে জানা যায়, ২০০৮ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামীলীগের নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের তৎকালীন সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ পরিচালিত হয়। দীর্ঘ ছয় বছরে উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির একটি সভাও অনুষ্ঠিত হয়নি। গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল্লাহ আল কায়সারের চাচা মোশারফ হোসেন আওয়ামীলীগ সমর্থিত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামীলীগের দুই প্রার্থী থাকায় নির্বাচনে জয় পান বিএনপির মনোনিত প্রার্থী কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান। এখন আব্দুল্লাহ আল কায়সার ও মাহফুজুর রহমান কালামের নেতৃত্বে নেতা কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। একাধিক সূত্রে জানাযায়, উপজেলা আওয়ামীলীগের এই বন্ধন সৃষ্টি করা সম্ভব হয়েছে তরুন রাজনীতিবীদ বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাধারন সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরুর অক্লান্ত পরিশ্রম ও দীর্ঘ প্রচেষ্টার কারনে। এবিষয় জানতে চাইলে ডাঃ আবু জাফর চৌধুরী বিরু বলেন, বঙ্গবন্ধুর গড়া সংগঠনকে সুসংগঠিত করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জের প্রান পুরুষ একেএম শামীম ওসমানের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। দলের প্রয়োজনে আমাকে জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিবেন আমি উপজেলা আওমীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে সাথে নিয়ে তা পালন করে যাব।
এই বিভাগের আরো খবর