বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

মসজিদের বাথরুম গুড়িয়ে দিল শ্রমীকলীগ নেতা, বিক্ষোভ

প্রকাশিত: ২১ মে ২০১৭   আপডেট: ২১ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সোনারগাঁ) :  সোনারগাঁ পৌরসভার উত্তর ষোলপাড়া শাহী জামে মসজিদের বাথরুম গুড়িয়ে দিয়েছে শ্রমিকলীগ নেতা মজিবর রহমান। এবিষয়ে রোববার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসীরা। এর প্রতিবাদে এলাকার কয়েকশত নারী-পুরুষ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেছেন। এলাকাবাসীরা অভিযোগে উল্লেখ্য করেন, সোনারগাঁ পৌরসভার উত্তর ষোলপাড়া এলাকায় শতাধিক পরিবারের ৫শতাধিক লোকের বসবাস। ওই এলাকায় ষোলপাড়া শাহী জামে মসজিদে ওই এলাকার লোকজন প্রতিদিন নামাজ আদায় করেন। ওই মসজিদের জায়গায় বাথরুম গতকাল গুড়িয়ে দিয়েছে সোনারগাঁ পৌরসভা শ্রমীকলীগের আহ্বায়ক মজিবর রহমান। এর প্রতিবাদে এলাকার কয়েকশত নারী-পুরুষ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেছেন। এলাকাবাসীরা জানান, আমাদের প্রায় ৫শতাধিক লোক সাক্ষর সহ উদ্বর্তন কতৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করলেও তারা কোন ব্যাবস্থা গ্রহন না করায় আমাদের মসজিদের জায়গায় অবস্থিত বাথরুম গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। আমরা অবিলম্বে ওই সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই। উত্তর ষোলপাড়া শাহী জামে মসজিদের সভাপতি মঞ্জুর ইসলাম বেপারী বলেন, আমাদের মসজিদের জায়গায় নির্মিত বাথরুম জোর পূর্বক ক্ষমতার অপব্যাবহার করে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। ইতি পূর্বে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে মিথ্যা চাদাবাজি মামলা দিয়ে হয়রানি করছেন তারা। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার সহ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করার দাবি জানান তিনি। সোনারগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল মিয়া বলেন,কতিপয় ভূমিদস্যু ও সন্ত্রাসীদের কাছে আমরা জিম্মিস হয়ে পরেছি। তারা জোর পূর্বক মসজিদের জায়হা দখল করে নেওয়ার পায়তারা চালাচ্ছে। সাধারন মুসুল্লিদের একত্রিত করে ভূমিদস্যুদের বিরুদ্ধে তিব্র আন্দোলন গড়ে তোলা হবে। এবিষয়ে জানতে চাইলে সোনারগাঁ পৌরসভার শ্রমিকলীগের আহব্বায়ক মজিবুর রহমান বলেন, আমি মসজিদের বাথরুম ভাঙ্গার সাথে জড়িত নই। তবে এলাকাবাসীদের সুবিধার জন্য একটি সেতু নির্মানের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোনারগাঁ উপজেলা শ্রমীকলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন বলেন, শ্রমিকলীগের নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে এর দায়ভার আমরা নিব না। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের  বলেন,মসজিদের বাথরুম গুড়িয়ে দেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন, এলাকাবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা থেকে তাদের অব্যহতি প্রদান করা হবে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, এবিষয়টি আমি মৌখিক ভাবে জেনেছি। মসজিদের বাথরুম ভাঙ্গার সাথে জড়িতদের বিরুদ্ধে খুব শিগ্রই আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর