শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

২০ নং ওয়ার্ডে বিশুদ্ধ পানি ও গ্যাস সংকট, মাদক ও সন্ত্রাসীদের আখড়া

প্রকাশিত: ৭ মে ২০১৭   আপডেট: ৭ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের বন্দরের ২০ নং ওয়ার্ডটি একটি গুরুত্বপূর্ন ওয়ার্ড। এটি এক সময় কদম রসুল পৌরসভার ২নং ওয়ার্ডে অন্তঃভূক্ত ছিল। ১৮৭৬ সালে নারায়ণগঞ্জে প্রথম পৌরসভা হয়ে আত্মপ্রকাশ ঘটে ঐতিহ্যবাহী মদনগঞ্জ এলাকা। নাসিক গঠনের মাধ্যমে কদম রসুল পৌরসভার ২নং ওয়ার্ডটি বিলুপ্ত করে মাহামুদনগর, বেপারীপাড়া, দড়ি সোনাকান্দা, সোনাকান্দা, পশ্চিম হাজীপুর,এনায়েতনগর, কেএন সেন রোড,  ও ফরাজিকান্দা এলাকার একাংশ নিয়ে নাসিক ২০নং ওয়ার্ড গঠন করা হয়। বন্দরে ৯টি ওয়ার্ডে মধ্যে এ ২০নং ওয়ার্ডটি অন্যতম। এ ওয়ার্ডের  জনসংখ্যা হল প্রায় ৩০ হাজার। এর মধ্যে ভোটার সংখ্যা হল প্রায় ১২ হাজার। এ ওয়ার্ডেই অবস্থিত সিমেক্স সিমেন্ট কোম্পানী, ঐতিহ্যবাহী সোনাকান্দা হাট, পানি শোধানাগার, কদম রসুল স্টেডিয়াম, সোনাকান্দা পৌর পাঠাগার, ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি সামাজিক ক্লাব, মসজিদ ১৩টি, ১টি ভূমি অফিসসহ ছোট বড় নানা প্রকার ব্যবসা প্রতিষ্ঠান। নাসিক গঠনের পর ২য় র্নিবাচনে সাংস্কিৃতক ব্যাক্তিত্ব মোহাম্মদ হোসেন নূরকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিএনপি নেতা গোলাম নবী মুরাদ ২০ নং ওয়ার্ড কাউন্সিলার পদে নির্বাচিত হয়। ২০ নং ওয়ার্ডের নগরবাসীর বিভিন্ন সমস্যা : এ ওয়ার্ডের নানা বিধি সমস্যার মধ্যে পানি, গ্যাস, পরিবেশ দুষন, মাদক ব্যবসাকে অন্যতম সমস্যা হিসেবে চিহিৃত করেছে এ ওয়ার্ডের সাধারন জনগন। তারা জানিয়েছে সিমেক্স সিমেন্ট কোম্পানীর র্নিঘত ধূয়া ও ধূলিবালির কারনে এ ওয়ার্ডের পরিবেশ মারাতœক ভাবে দূষন হচ্ছে। ধূলিবালীর কারনে  এ ওয়ার্ডের সাধারন জনগন নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ ওয়ার্ডে মাদক ব্যবসা আশংকা জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। কোন অবস্থাতেই ২০নং ওয়ার্ড থেকে মাদক নিমূল করতে পারছেনা খোদ বন্দর থানা পুলিশ প্রশাসন। তবে এ ওয়ার্ডে বিশুদ্ধ পানি সংকট সমস্যসহ র্তীব্র গ্যাস সংকট রয়েছে। ২০ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ জানিয়েছে, আমি কাউন্সিলার পদে নির্বাচিত হয়ে এ ওয়ার্ডের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করছি। আমাদের ওয়ার্ডের অনেক কাজ ইতিপূর্বে সম্পর্ন হয়েছে। বাকি কাজ গুলো সম্পর্ন করা হবে। এ ওয়ার্ডের মাদক ব্যবসা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি  জানিয়েছে, আমার ওয়ার্ড কিছু কিছু স্থানে মাদক ব্যবসায়ীর সংখ্যা বেশী। কিন্তু কিছু তেই ওই মাদক ব্যবসায়ীদেরকে নিমূল করা যাচ্ছে না। প্রকৃত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে জন্য জেলা পুলিশ সুপার ও বন্দর থানার অফিসার ইনচার্জ এর জরুরি হস্তক্ষেপ কামনা করছি। তবে আমার ওয়ার্ড থেকে মাদক ব্যবসা বন্ধ করতে অচিরেই মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর