শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

মাদককে না বলতে হবে, সর্বাত্মক প্রতিরোধ করতে হবে : এএসপি মো. আব্দুর রশিদ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৭   আপডেট: ৫ মে ২০১৭

ষ্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : নারায়ণগঞ্জের পুলিশ সুপার (ট্রাফিক) মো. আব্দুর রশিদ বলেন, আমাদের চোখ কান বন্ধ রাখলে চলবে না মাদকের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদককে না বলতে হবে। মাদেকর পাশাপাশি ইভটিজিংয়ের কারণে একজন শিক্ষার্থীর জীবনও বিপন্ন হতে পারে। নিজেদের পরিবারেও এর বিরূপ প্রভাব পড়তে পারে। এ বিষয়েও আমাদের লক্ষ্য রাখতে হবে। ভিডিওচিত্র দেখে আমরা যা শিখলাম তা অন্যদের জানাতে হবে। মাদকের প্রভাবে একটি পরিবার ধ্বংস হয়ে যেতে পারে যার সবচেয়ে বড় উদাহরণ ঐশী। মাদকের কারণে মানুষ তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এ ছাড়াও তিনি বলেন, সড়ক দুর্ঘটনা হচ্ছে সবচেয়ে মহাদুর্যোগ। একটি দুর্ঘটনার কারণে একটি পরিবারের সারা জীবনের কান্নার কারণ হতে পারে। তাই আমাদের এ বিষয়েও সচেতন হতে হবে। উল্লেখ্য, ফতুল্লায় আদর্শ স্কুলের শিক্ষার্থীরা মাদক ও ইভটিজিংবিরোধী শপথ গ্রহণের অনুষ্ঠান করেছে। শনিবার দুপুরে ওই স্কুল মিলনায়তনে সড়ক দুর্ঘটনা, ইভটিজিং ও মাদকের অপব্যবহার প্রতিরোধে সচেতনতা সভায় এ শপথ করেন স্কুলটির শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় এ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মো. আব্দুর রশিদ। নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক একেএম শরফুদ্দিন। সভায় সড়ক দুর্ঘটনা, ইভটিজিং ও মাদকের কুফল সম্পর্কে বেশ কয়েকটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
এই বিভাগের আরো খবর