শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক ও জঙ্গিবাদকে প্রতিহত করা সম্ভব : ওসি কামাল

প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৭   আপডেট: ৫ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (ফতুল্লা) : ইসলাম জঙ্গীবাদকে সমর্থণ করে না। ইসলামের কোথাও জঙ্গিবাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার জন্য নির্দেশনা নেই। কিন্তু কিছু বিপথগামী মানুষ সহজ সরল মানুষকে মোটিভেশন করে জঙ্গিবাদের দিকে ধাবিত করছে । বর্তমান সমাজে জঙ্গিবাদ ও মাদক মহামারি আকার ধারণ করেছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক ও জঙ্গিবাদ প্রতিহত করা সম্ভব। শনিবার বিকেলে পঞ্চবটিস্থ মর্ডার্ণ হাউজিং সোসাইটির মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল গনসচেতনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন এসব কথা বলেন। সোসাইটির সভাপতি মাহবুবুল হক মাসুদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা  ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, সমাজ সেবক নাসির উদ্দিন, হানিফ সরদার, করিমুল্লাহ ,শহিদুল ইসলাম, আব্দুল কাইয়ুম ও মুহাম্মদ আবুল কাশেম উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মামুন, অপু  আহম্মেদ, ফিরোজ আলম, হারুনুর রশিদ, পাপ্পু, চঞ্চল  প্রমুখ উপস্থিত ছিলেন। কামাল উদ্দিন তার বক্তব্যে আরো বলেন, ফতুল্লায় যতোদিন ধরে দায়িত্ব পালন করছি এর মধ্যে সাড়ে ৪ কোটি টাকার মাদক উদ্ধার করেছি। ২ হাজার ১’শ মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করেছি। কিন্তু এখনো মাদক  বিক্রেতারা মাদক বিক্রি করছে। যদি সমাজ ও পরিবার থেকে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন হওয়া না যায়, তাহলে  পুলিশ কিছুই করতে পারবেনা। পুলিশকে সহযোগীতা করলেই সমাজকে মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত করা সম্ভব। অপরদিকে একটি  সমাজে  যারা মাদক বিক্রি করছেন তারা হাতে গোনা ৪/৫ জন। একটি সমাজে হাজার পরিবারের বসবাস বসবাস  যদি ৯৯৫টি পরিবার রুখে দাড়ায় তাহলে ঐ ৪/৫জ কে শায়েস্তা করা অসম্ভব কিছু নয়। সংগঠনের সভাপতি মাহবুবুল হক মাসুদ তার বক্তব্যে বলেন, মর্ডার্ন হাউজিং সোসাইটিতে বেশ কিছু ছিঁচকে সন্ত্রাসী  বাড়ির মালিকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে চাঁদা আদায় করছে। তাদের  বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানসহ ওসি কামাল উদ্দিনের সহযোগীতা কামণা করেন।
এই বিভাগের আরো খবর