শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

বন্দরে সন্ত্রাসী আফ্রিদীর কান্ড, ৪ শিক্ষার্থীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই

প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৭   আপডেট: ২০ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম  (বন্দর) : দিন দুপুরে ৪ শিক্ষার্থীকে বেদম পিটিয়ে স্বার্ণের চেইন ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসী আফ্রিদীসহ তার সাঙ্গপাঙ্গরা। বৃহস্পতিবার বেলা ১টায় বন্দর থানার কল্যান্দীস্থ পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। আহতরা হলো পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রাকিবুল হাসান আলিফ (১৪)  জাহিদ (১৪) রাব্বি (১৫) ও সাব্বির (১৪)। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। এ ব্যাপারে আহত শিক্ষার্থী আলিফের পিতা হারুন বেপারী বাদী হয়ে বন্দর থানার নয়ানগর এলাকার জহির উদ্দিন মিযার ছেলে আফ্রিদী একই এলাকার মামুন মিয়ার ছেলে মৃদুল, লাভলু মিয়ার ছেলে সাঈদ ও রোকনকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শিক্ষার্থী আলিফ সাংবাদিকদের জানিয়েছে, প্রতিদিনের মত বৃহস্পতিবার দুপুরে আমিসহ আমার ৩ বন্ধু ক্লাশ শেষ করে স্কুল থেকে বাড়ী ফিরছিলাম। আমরা মাসুদা মেম্বারের বাড়ীর সামনে আসলে ওই সময় উতপেতে থাকা ছিনতাইকারি আফ্রিদীসহ তার সহযোগীরা আচমাকা মাকে অহেতুক মারধর শুরু করে। আমার বন্ধুরা কি কারনে আমাকে মারধর করা হচ্ছে জানতে চাইলে হামলাকারিরা তাদেরকে পিটিয়ে আহত করে। এবং হামলাকারিরা ওই সময় আমার গলার একটি স্বার্ণের চিইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এই বিভাগের আরো খবর