শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

ত্বকী হত্যার ৪ বছর উপলক্ষ্যে ৩ দিন ব্যাপি কর্মসূচি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও একটি বিচারহীনতার চার বছর উপলক্ষ্যে ৩, ৪ ও ৬ মার্চ ২০১৭ তিন দিনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ত্বকী মঞ্চ। কর্মসূচির প্রথম দিন ৩ মার্চ :  বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ চারুকলা ইন্স্টিটিউটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অতিথি থাকবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নাট্যজন মামুনুর রশীদ । দ্বিতীয় দিন ৪ মার্চ: বিকাল ৪ টায় ঢাকার সেগুনবাগিচা মুক্তিযুদ্ধ জাদুঘর অনুষ্ঠিত হবে ত্বকীকে নিয়ে দেশ বরেণ্য লেখকদের লেখা স্মারক গ্রন্থ ‘ত্বকী ওঙ্কারে গন্ধর্বে’ এর প্রকাশনা অনুষ্ঠান। অতিথি থাকবেন ভাষা-সৈনিক, লেখক ও রবীন্দ্র গবেষক আহমদ রফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ভাষা-সৈনিক, সাংবাদিক কামাল লোহানী, শিক্ষাবিদ, গবেষক ড. সফিউদ্দিন আহমদ ও প্রবন্ধিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি মফিদুল হক। তৃতীয় দিন ৬ মার্চ: সকাল সাড়ে ৮ টায় বন্দর সিরাজ শাহ্’র আস্তানায় ত্বকীর কবর জিয়ারত ও মিলাদ মাহফিল। বিকেল ৪ টায় ২নং রেল গেইট চত্বরে সমাবেশ। আলোচক থাকবেন সাংবাদিক, লেখক সৈয়দ আবুল মকসুদ, মানবাধিকার সংগঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্য, শিক্ষাবিদ অধ্যাপক এম এম আকাশ, অর্থনীতিবিদ অধাপক আনু মুহাম্মদ ও স্থানীয় নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর