বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সনমান্দী আইডিয়াল স্কুলের পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৭   আপডেট: ১৫ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম  (সোনারগাঁ) :  সোনারগাঁয়ের 'সনমান্দী আইডিয়াল স্কুলের পক্ষ থেকে বাংলা নববর্ষ -১৪২৪ কে আনন্দঘন পরিবেশে বরণ এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নার্সারি থেকে ৫ম শ্রেনী  পর্যন্ত ২০১৬ সালের 'বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের' বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ের সভাপতি  আলী হায়দার। সনমান্দী আইডিয়াল স্কুলের পরিচালনা কমিটির সদস্য   নাজমুল হোসাইন এর সভাপতিত্বে সন্ধ্যায় বিভিন্ন খেলাধূলা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নৃত্য প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পরশুরাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক, মাহফুজুল ইসলাম হায়দার সেলিম। এই সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মোল্লা , বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,  মোঃ জসিম উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সদস্য  মার্চেন্ডাইজিং অফিসার সাগর বাদশা, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, স্কুলের প্রধান শিক্ষক  সানোয়ার হোসেন, ওফায়েজ সরকার, সেকান্দার আলী, মাসুদ মিয়া, মেরাজ হোসেন  প্রমূখ।
এই বিভাগের আরো খবর