মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪   বৈশাখ ১০ ১৪৩১

ফতুল্লায় নির্মান শ্রমিক কল্যানের নামে অবৈধ র‌্যাফেল ড্র!

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৭   আপডেট: ৫ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (ফতুল্লা) : ফতুল্লার কুতুবপুর চিতাশাল এলাকায় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় নির্মান শ্রমিক কল্যানের নামে অবৈধ র‌্যাফেল ড্র নামে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন ফতুল্লা থানা শাখার সাধারন সম্পাদক খবির উদ্দিনের বিরুদ্ধে। এর বিরুদ্ধে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করারও সাহস পাচ্ছে না।  রহস্যজনক কারনে আইন-শৃঙ্খলা বাহিনী নিরব ভুমিকা পালন করে যাচ্ছে। জানা গেছে, শ্রমিকদের নাম ভাঙ্গিয়ে তাদের সাহায্যের নামে ইমরত নির্মান শ্রমিক নেতা খবির উদ্দিন প্রায় গত ১০ দিন যাবত র‌্যাফেল ড্র নাম দিয়ে প্রতিটি কুপনের মূল্য ২০ টাকা নির্ধারন করে সাধারন মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছে। প্রকাশ্যে মাইক লাগিয়ে এই কুপন বিক্রি করছে। কোন অনুমোদন ছাড়াই অবৈধ ভাবে কুপন বিক্রি করে যাচ্ছে। খবির উদ্দিনের সাথে স্থানীয় প্রভাকশালী ও সন্ত্রাসীদের সাথে রয়েছে সখ্যতা। তাদের ছত্রছায়ায় এসব অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছে। এতে করে এলাকার সাধরন মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভয়ে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। রহস্যজনক কারনে স্থানীয় পুলিশ প্রশাসনও নীরব ভুমিকা পালন করে যাচ্ছে। এ ব্যাপারে খবির উদ্দিন এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমারা ২৫ হাজার কুপন ছাপিয়েছি  শ্রমিকদের কল্যানের জন্য এই র‌্যাফেল ড্র আয়োজন করা হয়েছে।
এই বিভাগের আরো খবর