শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে অবৈধ কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড : আহত ১

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৭   আপডেট: ১৩ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : সিদ্ধিরগঞ্জে গড়ে উঠা অবৈধ একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয় ক্ষতি সাধান হয়েছে। এতে একজন নারী শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াআটি মুক্তিনগর এলাকাস্থ লাব্বী সুপার মার্কেটে হাফিজুল ইসলামের মালিকানাধীন এসএইচএস কেমিক্যাল প্রোডাক্টস এর অবৈধ গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এবং স্থানীয় এলাকাবাসী প্রায় পৌনে ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় ঐ গোডাউনের ৫টি টিন সেড ঘর এবং বিপুল পরিমান কেমিক্যাল পুড়ে গেছে। গোডাউনে আগুন লাগলেও মালিক হাফিজুল পলাতক রয়েছে। আহত নারী শ্রমিক সেলিনা বেগম (৪৫) নয়াআটি মুক্তিনগর এলাকার অধ্যাপক মামুন মাহমুদের বাড়ীর ভাড়াটিয়া আনোয়ার হোসেনের স্ত্রী। নারী শ্রমিক সেলিনা বেগম জানায়, সকাল থেকে আমি গোডাউনে কাজ করছিলাম। দুপুরে কেমিক্যালের ড্রাম থেকে কেমিক্যাল নিয়ে মগ দিয়ে প্লাষ্টিকের বোতলে ভরতে গিয়ে হঠাৎ আগুন লেগে যায়। আগুনে আমার চেহারা এবং মাথার চুল হালকা ঝলসে যায়। এসময় মূহর্তেই আগুন গোডাউনের চারদিকে ছড়িয়ে পরলে আমি চিৎকার শুরু করি। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে ফোন দেয়। ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার বজলুর রশিদ জানায়, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে অন্তত পৌনে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে কি পরিমান ক্ষতি সাধন হয়েছে মালিক পক্ষের সাথে কথা না বলে কিছুই বলা সম্ভব নয়। স্থানীয় এলাকাবাসী জানায়, এস এইচ এস কেমিক্যাল প্রোডাক্টস এর মালিক হাফিজুল ইসলাম এ মার্কেটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে গোডাউন তৈরী করেছে। সে কেমিক্যালের ড্রাম সরবরাহ করে তা প্লাষ্টিকের বোতলে ও ঝারে বোতলজাত করে বাজারজাত করে আসছে। অর্থলোভী হাফিজুল পরিবেশ ও ফায়ার সার্টিফিকেট না নিয়ে জনবসতিপূর্ন আবাসিক এলাকায় এ বিপজ্জনক গোডাউন তৈরী করে সাধারন মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। এই অসাধু ব্যবসায়ীর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছে ভোক্তভোগী এলাকাবাসী। আল আমিন/এস/এস
এই বিভাগের আরো খবর