বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

বন্দরে ব্রক্ষপুত্র নদী দখল করে ভবন র্নিমান!

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৭   আপডেট: ১১ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : বন্দর উপজেলা প্রসাশনকে ঘুমে রেখে ব্রক্ষপুত্র নদী দখল করে ভবন র্নিমানে মেতে উঠেছে নদী খেকোরা। এমন অভিযোগ তুলেছে স্থানীয় এলাকাবাসী। তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, সোনারগাঁ থানার এলাহিনগর এলাকার নদীখেঁকো কাউছারগং পেশি শক্তি ব্যবহার করে বেশ কিছু ধরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী এলাকায় ব্রক্ষপুত্র নদী দখল করে বীরদূর্পে ভবন র্নিমান করে আসছে। উপজেলা প্রশাসনের নজরদারি না থাকায় নদী খেঁকোদের কবলে একে একে হারিয়ে যাচ্ছে ব্রক্ষপুত্র নদী। নদীর খাস জমি কারো পত্রিক বা খরিদ সম্পত্তি হতে পারে না। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরজমিন ঘুরে দেখা গেছে, নদী খেঁকো  সোনারগাঁ থানার এলাহিনগর এলাকার কাউছার গং হাজরাদী এলাকায় ব্রক্ষপুত্র নদী বিশাল জমি দখল করে রেখেছে। পরে উক্ত জমিতে দ্বীতল ভবন র্নিমান করছে। এ ব্যাপারে অভিযুক্ত কাউছারগং এর সাথে আলাপকালে তিনি জানান, ২০১৬ ইং সালে নরপর্দী এলাকার দিল মোহাম্মদ মিয়ার কাছ থেকে ৬৩ শতাংশ জমি ক্রয় করি। উক্ত সম্পত্তির উপর ভবন নির্মান করছি। এটা আমাদের ক্রয়কৃত সম্পত্তি। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান দেলোয়ার প্রধানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়। এদিকে, নদীখেঁকো কাউছার গংদের কবল থেকে ব্রক্ষপুত্র নদীর খাস জমি উদ্ধারের জন্য স্থানীয় এলাকাবাসী বন্দর উপজেলার র্নিবাহী র্কমর্কতা মৌসুমী হাবিব ও বন্দর থানার অফিসার ইনচর্াাজ আবুল কালামের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
এই বিভাগের আরো খবর