শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

ফতুল্লা মডেল থানার ওসিসহ ৫ কর্মকর্তা জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৭   আপডেট: ১০ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (ফতুল্লা) :  আইন শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় গত জানুয়ারী, ফেব্রুয়ারী, মার্চ এই তিন মাসের পর্যালোচনায় নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি, ফতুল্লা মডেল থানার অফিসার ইন চার্জ মোঃ কামাল উদ্দিন, শ্রেষ্ট এসআই, কাজীএনামুল হক ও মিজানুর রহমান-২ এবং শ্রেষ্ঠ এএসআই কামরুল হাসান ও মোঃ তাজুল ইসলাম মনোনিত হয়েছেন। সোমবার সকাল ১০টায় জেলা পুলিশ লাইন মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জেলা পুলিশ সুপার মোঃমঈনুল হক তাদেরকে পুরস্কৃত করেন। পুলিশসূত্রে জানা গেছে, মাদক উদ্ধার, ওয়্যারেন্ট তামিলকারী সহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ন  দায়িত্ব পালন করার স্বীকৃতি হিসেবে মাসিক পর্যালোচনার ভিত্তিতে জেলায় কর্মরত পুলিশ অফিসারদের মধ্য হতে শ্রেষ্ঠ ওসি শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করা হয়। তারই ধারাবাহিকতায় গত জানুয়ারী ফেব্রুয়ারী ও  মার্চ মাসের পর্যালোচনায় শ্রেষ্ট ওসি ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন, জানুয়ারী মাসের শ্রেষ্ট এসআই কাজী এনামুল হক। ফেব্রুয়ারী, মার্চ মাসের শ্রেষ্ট এসআই মিজানুর রহমান-২। জানুয়ারী, ফেব্রুয়ারী মাসের শ্রেষ্ঠ এএসআই কামরুল হাসান। মার্চ মাসের শ্রেষ্ঠ এএসআই তাজুল ইসলাম মনোনিত হয়েছেন। জেলা পুলিশ লাইনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জেলা পুলিশ সুপার মঈনুল হক পুরস্কার হিসেবে তাদের হাতে মানি রিওয়ার্ড, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। এ সময় জেলার  উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। উল্লেখ, ফতুল্লা মডেল থানার এএসআই কামরুল হাসান জানুয়ারী ফেব্রুয়ারূ মার্চ এই ৩মাস ওয়ারেন্ট তামিলকারীসহ বিভিন্ন কাজের জন্য ৬টি  পুরস্কার পেয়েছেন। ইতি পুর্বেও তারা একাধিকবার পুরস্কৃত হয়েছেন।
এই বিভাগের আরো খবর