শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রূপগঞ্জে গৃহবধূকে মারধর

প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৭   আপডেট: ৮ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ইট দিয়ে নাসরিন বেগম (২৪) নামে এক গৃহবধূর মাথা থেতলে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে উপজেলার হাটাব আতলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ নাসরিন বেগম জানান, একই এলাকার নুরুল ইসলামের সঙ্গে তার স্বামী আতাউর রহমানের ৭ শতাংশ জমি ও দোতলা বাড়ি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরেই প্রতিপক্ষ নুরুল ইসলাম, সামসুল হক, ডালিয়া, হাওয়াসহ ৪/৫ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নাসরিন বেগমের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। নাসরিন বেগম গালিগালাজ করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথারিভাবে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে দিয়ে আহত করে। নাসরিনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা নাসরিন বেগমকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। দুলাল/শুভ্র/এস
এই বিভাগের আরো খবর