শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

পুলিশের কাজ হচ্ছে জনগনের সেবক হিসেবে কাজ করা : ওসি কালাম

প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৭   আপডেট: ৬ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : বন্দর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম বলেছেন,আনসার ভিডিপি আর পুলিশ প্রশাসন একইসুত্রে গাথা। আনসার ভিডিপির কাজ হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সহায়তা ও সরকারী নির্দেশে জাতীয় উন্নয়ণ তথা আর্থ সামাজিক কাজে সহায়তা করা। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহায়তা করা। পুলিশের কাজ হচ্ছে একটি স্বাধীন দেশে জনগনের সেবক হিসেবে কাজ করা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডে মাদকের ছড়াছড়ি। মাদকের এই ভয়াল ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় প্রশাসনের পাশাপাশি আনসার ভিডিপি সদস্যদেরও অগ্রনী ভূমিকা পালণ করতে হবে। বন্দরে ২২নং ওয়ার্ড গিয়াসউদ্দিন মডেল একাডেমী হলরুমে শহরভিত্তিক অস্ত্রবিহীন আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওসি আবুল কালাম আরো বলেন, আপনাদের মনে রাখতে হবে একটি পরিবার ধংসের জন্য একজন মাদকসেবী সন্তানই যথেষ্ট। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগীতা করবেন,আপনাদের পরিচয় গোপন রাখা হবে। বন্দর উপজেলা আরসার ভিডিপি কর্মকর্তা দ্বীন মোহাম্মদ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা মরিয়ম আক্তার,২২নং ওয়ার্ড দলনেত্রী জিয়াসমিন আক্তার,দলপতি মোঃ জাহাঙ্গীর আলম জুয়েল প্রমুখ। আনসার ভিডিপি’র মৌলিক প্রশিক্ষন কর্মশালা ১০দিন ব্যাপী শিক্ষার্থীদের প্রশিক্ষন দেয়া হবে।
এই বিভাগের আরো খবর