বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

বাবলার বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রত্যাহারের দাবি জানিয়েছে বন্দর প্রেসক্লাব

প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৭   আপডেট: ৬ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (বন্দর) : দৈনিক যুগের চিন্তা পত্রিকার সম্পাদক ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোরছালীন বাবলার বিরুদ্ধে আইসিটি আইনে দায়ের করার মামলার র্তীব্র নিন্দা ও  মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বন্দর প্রেসক্লাবের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম শাহীনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, অর্থ সম্পাদক ইমরান মৃধা, প্রবিন সাংবাদিক এসএম আব্দুল্লাহ, সাংবাদিক জিএম সুমন, সহিদুল ইসলাম শিপু, ফটো সাংবাদিক মেহেদি হাসান রিপন ও জিয়াবুলসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, মীর সোহেল একজন সন্ত্রাসী। নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের চিন্তা পত্রিকার সাংবাদিকরা সাহসিকতার সাথে  মীর সোহেলের অপরাধ মূলক র্কমকান্ড পত্রিকার মাধ্যমে তুলে ধরছে। ঠিক তখনই এক শ্রেণীর ঘৃন মানুষ অপশক্তি ব্যবহার করে সাহসি সাংবাদিকদের হেনেস্তা করতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে গোটা সাংবাদিক সমাজকে অসম্মানী করেছ। আমরা এ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এবং সে সাথে কুচক্রিমহলের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছি।
এই বিভাগের আরো খবর