বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৭   আপডেট: ৬ এপ্রিল ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় রাসায়নিক হামলায় শতাধিক মানুষ নিহতের পর দেশটিতে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র।জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, সিরিয়া ইস্যুতে সবাইকে নিয়ে জাতিসংঘ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র একাই পদক্ষেপ নেবে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করেননি তিনি।হ্যালি আশা প্রকাশ করেন, হতাহতদের ইস্যু নিয়ে জাতিসংঘ চূড়ান্ত কোনো পদক্ষেপ নেবে।মঙ্গলবারের রাসায়নিক হামলা যদি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার চালিয়ে থাকে, তাহলে তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো ঘটনা। ট্রাম্পের আগের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় রাজনৈতিক উপায়ে বাশার আল-আসাদের ক্ষমতার অবসান চেয়েছিলেন। কিন্তু কোনো সামরিক হস্তক্ষেপ করেননি। এখন ট্রাম্প কী করবেন, তা-ই দেখার বিষয়।সিরিয়ায় মঙ্গলবারের রাসায়নিক হামলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। সিরিয়ার গৃহযুদ্ধ সাত বছরে পা দিয়েছে। ট্রাম্প বলেছেন, এই যুদ্ধের দায় এখন তার ঘাড়ে বর্তায়। যদিও তা শুরু হয়েছিল তার পূর্বসূরি ওবামার আমলে। ওবামা তা শেষ করে যেতে পারেননি।রাসায়নিক হামলা নিয়ে আবেগঘন বক্তব্য দেন ট্রাম্প। তিনি বলেন, রাসায়নিক হামলায় শিশু, নারীসহ অনেক মানুষ নিহত হওয়ার ঘটনা ‘অনেক লাইন অতিক্রম করেছে’।ট্রাম্প বলেন, ‘যখন নিষ্পাপ শিশুদের হত্যা করা হয়, ছোট ছোট শিশুকে হত্যা করা হয়, তা অনেক অনেক লাইন অতিক্রম করে যায়। রেড লাইনসহ সব লাইন অতিক্রম করেছে এ রাসায়নিক হামলা।’সিরিয়া গৃহযুদ্ধের দায় নিলেও তা শেষ করতে ওবামার মতো ট্রাম্পও নির্দিষ্ট কোনো উপায় বলতে পারেননি। তবে হঠাৎ করে সিরিয়ার ওপর একপক্ষীয় সামরিক হস্তক্ষেপ বিশ্বশান্তির জন্য ভয়ংকর হতে পারে।
এই বিভাগের আরো খবর