বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

রূপগঞ্জে নারীসহ ৪ জনকে কুপিয়ে জখম, শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৭   আপডেট: ৬ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) :  রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগে জানা গেছে। এসময় হামলাকারীরা ব্যবসায়ীর বাড়িঘরে ব্যপক ভাংচুর ও লুটপাট করেছে। এমনকি হামলার শিকার শহিদুল ইসলামের স্ত্রীকে শ্লীলতাহানি করেছে বলেও অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার চারতালুক এলাকায়। আহত শহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার আমজাদ হোসেনদেরর সঙ্গে শহিদুল ইসলামের জমি সংক্রান্ত ও বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঐ বিরোধের জের ধরেই বুধবার রাতে হামলাকারী আমজাত হোসেন, রাসেল, নাসির মিয়া,আব্দুর রব মিয়া ও মনির হোসেনসহ আরো ৭/৮ জন লোহার রড, চাপাতি, রাম দা নিয়ে শহিদুল ইসলামের বাড়িতে ঢুকে এলোপাথারীভাবে বাড়িঘর কোপাতে থাকে। এসময় শহিদুল ও তার চাচা মাসকুর হামলাকারীদের বাঁধা প্রদান করেন। হামলাকারীরা শহিদুল ও তার চাচাকে লোহার রড ও চাপাতি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করলে শহিদুল মাটিতে লুটিয়ে পরে। পরে তাদেরকে বাঁচাতে শহিদুলের স্ত্রী ও তার শাশুরী এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে শহিদুলের স্ত্রীর পরনের কাপর ছিড়ে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ রয়েছে। এসময় হামলাকারীরা ঘরের আলমারি ভেঙ্গে স্বর্নালংকার ও নগদ টাকাসহ প্রায়  তিন লক্ষ টাকা লুটে নিয়েছে।  পরে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা প্রান নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যপারে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন। এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এই বিভাগের আরো খবর