শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

রূপগঞ্জে মামলা তুলে নিতে হত্যার হুমকি

প্রকাশিত: ৫ এপ্রিল ২০১৭   আপডেট: ৫ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জে মামলা তুলে না নিলে বাদীসহ পরিবারের সদস্যদের জবাই করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকির পর বাদী রূপগঞ্জ থানায় নিজের এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে একটি অভিযোগ দায়ের করেছেন । ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার কাজিরবাগ এলাকায়। মামলার বাদী মোঃ ফরহাদ জানান, গত ২০১৬ সালের জুলাই মাসে কাজিরবাগ এলাকার মাদক ব্যবসায়ী মাসুম,সাইফুল, ফারুক ও সজিবকে মাদক বিক্রিতে বাঁধা প্রদান করেন শাহিন,ফরহাদসহ কয়েকজন এলাকাবাসী। পরে ওই মাদক ব্যবসায়ীরা বাঁধা প্রদানকারীদের উপর হামলা করে ফরহাদ, শাহিনসহ এলাকার বেশ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে ওই ঘটনায় এলাকাবাসির পক্ষে ফরহাদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর পুলিশ তাদেরকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করেন। পরে তারা জামিনে বেরিয়ে আসে। বুধবার সকালে মামলার আসামীরা বাদীর চাচা শাহিনের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। শাহিন গালা-গালির কারন জিজ্ঞাসা করিলে তাদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পরে। এক পর্যায়ে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ফরহাদ, সাইফুল, ফারুক ও সজিব তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে হুমকি প্রদান করেন। এমনকি মামলা তুলে না নিলে জবাই করে শীতলক্ষা নদীতে ভাসিয়ে দেওয়ারও হুমকি দেয়া হয়। এ ঘটনায় ফরহাদ বাদী হয়ে নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের আনীত অভিযোগ মিথ্যা দাবি করেন। এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর