বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ১৩৫, নকলের দায়ে বহিস্কার ১

প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৭   আপডেট: ৪ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : এইচএসসি ও সমমানের  পরীক্ষার দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে ১‘শ ৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া এদিন নকলের অভিযোগে একজনকে বহিস্কার করা হয়। বহিস্কারকৃত শিক্ষার্থী সরকারি মহিলা কলেজের সে সরকারি তোলারাম কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১৬হাজার ৮‘শ ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৬‘শ ৮০ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ১‘শ ৩৫ জন পরীক্ষার্থী। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে এইচএসসি থেকে ১‘শ ৩০ ও বহিস্কার ১ জন, আলিম ১ জন ও ভোকেশনাল থেকে ৬ রয়েছে। জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা নাসরিন আক্তার জানান, সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ৩টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় তিনটি শিক্ষা বোর্ডের ১৬৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ও তোলারাম কলেজ কেন্দ্রে বহিস্কার হয়েছে ১ জন। এদিন বাংলা ২য়, আরবি প্রথম ও ইংরাজি ২য় পত্রের পরীক্ষা নেয়া হয়েছে। এ বছর এইচএসসিতে ১৫ হাজার ৫‘শ ৫৩ জন, আলিমে ৯‘শ ৪৪ জন ও কারিগরিতে (ভোকেশনাল) ৩১৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
এই বিভাগের আরো খবর