শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

রূপগঞ্জে যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে নির্যাতন

প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৭   আপডেট: ৪ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জে স্বামীর দাবীকৃত যৌতুকের টাকা না দেয়ায় রিপা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে  নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার তারাব পৌরসভার মাসাবো এলাকায়। নির্যাতিত গৃহবধূ রিপা আক্তার জানান, গত ১০ বছর আগে নারায়নগঞ্জের মিজবাড়ি এলাকার মোঃ জসীম উদ্দিনের ছেলে মোঃ রাজু অহম্মেদের সঙ্গে ইসলামী শরীয়াহ মোতাবেক তার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে তায়েবা আক্তার (৭) নামে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর থেকেই স্বামী রাজু আহম্মেদ বিভিন্ন সময় রিপার বাপের বাড়ি থেকে ১ লাখ টাকা যৌতুক দাবী করে আসছে। গত সোমবার রাতে রিপা আক্তারকে তার বাপের বাড়ি থেকে যৌতুকের ওই ১ লাখ টাকা আনতে বললে রিপা আক্তার বাপের বাড়ি থেকে কোন প্রকার টাকা এনে দিতে পারবেনা বলে তার স্বামীকে সাফ জানিয়ে দেয়। পরে যেীতুক লোভী স্বামী তার স্ত্রী রিপা আক্তারকে পিটিয়ে সমস্ত শরীর থেতলিয়ে দিয়ে কন্যা সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেয়।  এ ব্যপারে নির্যাতিত রিপা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
এই বিভাগের আরো খবর