বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১

ধর্মগঞ্জের ঢালীপাড়ায় পাগলের হামলায় আহত ৪

প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৭   আপডেট: ৪ এপ্রিল ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (ফতুল্লা) : ফতুল্লায় সোলেমান পাগলার হামলায় জাকির (৪০), রুবেল (২৬),জামান (৫০) ও মুসলিম নামের  ৪ ব্যক্তি মারাত্মক আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে জাকিরের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। সোমবার বিকেলে ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ রাত ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে সোলেমানের চিকিৎসা করানোর তার পরিবারকে নির্দেশ দেয় পুলিশ। সোলেমানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, ঢালীপাড়া চিস্তিয়া মার্কেটের মালিক মোশারফের বাড়িতে ২ বছর ধরে ভাড়া থাকেন সোলেমান মিয়া (৫৫)। সোমবার বিকেলে হঠাৎ করেই চিস্তিয়া বাজারে প্রবেশ করে মোসলেম। কোন কিছু বুঝে উঠার আগেই বাজারের দোকানদার মুসলিমকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে সে। পরক্ষনেই সে হামলা চালায় মৃত মন্নাফ মিয়ার ছেলে জাকিরের উপর। এতে জাকিরও মারাত্মক আহত হয়। এরপর পর্যায় ক্রমে মুসলিম ও জামাল মিয়ার উপরও চড়াও হয় সোলেমান মিয়া।  তাদেরকেও মারাত্মকভাবে আঘাত করে সে। এক পর্যায়ে এলাকাবাসী  সোলেমানকে তাড়া করলে সে একটি বাড়ির চালের উপর উঠে পড়ে। সেখান থেকে কৌশলে সোলেমানকে আটক করে শিকল পড়িয়ে তার ঘরে আবদ্ধ করে রাখে এলাকাবাসী। এ অবস্থায় সোলেমান নিজের ঘরের মধ্যেই আগুণ ধরিয়ে দেয়। পরে স্থানীয় জনগন সোলেমানের হাতে পায়ে তালা লাগায় । ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই এনামুল বলেন, আসলে হঠাৎ করেই সোলেমান মানষিক রোগী হয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। সোলেমানের পরিবারের লোকজনদের তাকে অনত্র নিয়ে গিয়ে চিকিৎসা করনোর জন্য বলা হয়েছে। বাধন/এস/এস
এই বিভাগের আরো খবর