
সবাই মিলে শপথ করি, পরিচ্ছন্ন দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে বান্দরবান শহরের আশপাশ পরিষ্কার করেছে জেলা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (৬ নভেম্বর) সকালে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণি ও কলেজের শতাধিক শিক্ষার্থী শহরের ট্রাফিক মোড়, সাঙ্গু ব্রিজ, বাজার এলাকা, চৌধুরী মার্কেটসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়।
বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শতাধিক ছাত্রছাত্রী স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে ঝাড়ু, ঝুড়ি হাতে নিয়ে শহরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় তাদের এ কার্যক্রম চলে।
এই কাজে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সিরাজুল ইসলাম উকিলসহ প্রতিষ্ঠানটির শিক্ষকরা অংশ নেন।