বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি : সিপিবি ও বাসদের রুখে দাঁড়ানোর আহ্বান

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭

শহর প্রতিনিধি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর নারায়ণগঞ্জ জেলা কমিটি যৌথভাবে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছেন। এর প্রতিবাদে আগামীকাল দুপুরে শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ আহ্বান করা হয়েছে। সিপিবি ও বাসদের জেলা নেতৃবৃন্দ বলেছেন আগামী মার্চে এক ধাপ ও জুনে দ্বিতীয় ধাপ মিলে দুই ধাপে প্রায় পঞ্চাশ ভাগ গ্যাসের মূল্য বাড়ানোর ঘোষনা দেয়া হয়েছে যা জনজীবনে তীব্র সংকট সৃষ্টি করবে। গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, গাড়ী ভাড়া, বাড়ি ভাড়াসহ লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যা তৈরী করবে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানী তেল ও গ্যাসের মূল্য কমছে তখন সরকার উল্টোভাবে মূল্যবৃদ্ধি করে জনগনের পকেট কেটে একটা অর্থনৈতিক লুটপাট শুরু করেছে। এই মূল্য বৃদ্ধির কোন যৌক্তিকতা নেই। সরকার মিথ্যা তথ্য ও মিথ্যা হিসাব দেখিয়ে জনগনকে ভুল বুঝিয়ে মূল্য বৃদ্ধির নৈতিকতা প্রমানের চেষ্টা করছে। যৌথ বিবৃতির মাধ্যমে সিপিবি-বাসদের নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ মূল্য বৃদ্ধির মাধ্যমে এই অর্থনৈতিক লুটপাট রুখে দাঁড়ানোর জন্য জনগনের প্রতি আহ্বান জানাচ্ছে।
এই বিভাগের আরো খবর