বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

বৈদ্যেরবাজারে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার পৃষ্ঠপোষকতায় গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার বালুর মাঠে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ সময় পিরোজপুর কালো দল বৈদ্যেরবাজার লাল দলকে ১০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে শিরোপা অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি এমপি লিয়াকত হোসেন খোকার পক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী আবু নাইম ইকবাল উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। স্থানীয় ক্রীড়ানুরাগী আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতা আনিসুর রহমান বাবু, বৈদ্যেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মল্লিক মঞ্জুর হোসাইন হিরু, মনোয়ার হোসেন চেয়ারম্যান, কবির হোসেন মেম্বার, উপজেলা যুব সংহতি নেতা মাইনুল ইসলাম মামুন, বুলবুল আহমেদ, আরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রুহুল আমীন মোল্লা, জাহাঙ্গীর হোসেন, হামিদুল ইসলাম, নাসিরউদ্দিন, মোশারফ হোসেন মুরাদ, আব্দুস সামাদ মোল্লা, সোলায়মান বেপারী প্রমূখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষে বিশিষ্ট ক্রীড়ানুরাগী আবু নাইম ইকবাল বলেন, খেলাধূলা আমাদের তরুন ও যুব সমাজকে মাদকের ভয়াল নেশা থেকে ফিরিয়ে রাখে। সেজন্য এমপি লিয়াকত হোসেন খোকা গত বছরের ন্যায় এবারো নিজ পৃষ্ঠপোষকতায় বৈদ্যেরবাজারে এই ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের আয়োজন করেছেন। তিনি গত বছর অত্যন্ত আনন্দের সঙ্গে এই ঘুড়ি উৎসব উপভোগ করেছেন। অসুস্থ না হলে তিনি এবারো উপস্থিত থাকতেন।
এই বিভাগের আরো খবর