শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

বমি পেলে যা করবেন

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭

বেশিরভাগ সময়ই বমি নিজেদের নিয়ন্ত্রণে থাকে না। পেটে অপাচ্য বা সংক্রামক কিছু পড়লে স্বাভাবিকভাবেই তা বের করে দেয় শরীর।অনেকটা প্রতিবর্ত ক্রিয়ার মতো। কিন্তু ঘরে কয়েকটা জিনিস থাকলে এই বমি কমানো যাবে।আদাআদা কুচিয়ে পানিতে মিশিয়ে নিন। সঙ্গে মধু। বমিভাব লাগলেই পান করুন। উপকার পাবেন।লবঙ্গলবঙ্গ কিন্তু নিমেষে বমি কমিয়ে দেয়। বমি পেলেই গালে একটা লবঙ্গ পুরে রাখুন।লবণ ও চিনির সরবতবমি হলে শরীরে বিভিন্ন ধরনের লবণের ভারসাম্য নষ্ট হয়। তাছাড়া পানিরও অভাব দেখা দেয়। তাই লবণ ও চিনি মিশিয়ে সরবত খেলে সব সমস্যাই মিটবে।লেবু ও মধুঠাণ্ডা পানিতে লেবুর রস আর মধু মিশিয়ে খান। আরাম পাবেন। লেবু বেশকিছু ভিটামিন আর খনিজের উৎস, যা বমি কমাতে সাহায্য করে।কমলালেবুলেবুর মতোই কমলা লেবুও উপকারী। কমলার রসও খেতে পারেন।
এই বিভাগের আরো খবর