বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬ মাদক বিক্রেতা আটক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭

যুগেরচিন্তা ২৪ ডটকম:

জেলা আইন শৃঙ্খলা সভার সিদ্ধান্ত মোতাবেক মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসাবে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাড়াশি অভিযানে ৬ জন মাদকসেবী ও বিক্রেতাকে আটক করা হয়েছে। জানা যায়, নারায়ণগঞ্জ লঞ্চ ট্রার্মিনাল ঘাটের ৫নং খেয়াঘাট এলাকায় দীর্ঘদিন যাবৎ একটি মাদক চক্র হিরোইন, গাঁজা ও ইয়াবা বিক্রি করে আসছিল। সেখানে বিভিন্ন এলাকা থেকে আসা মাদক সেবীরা নিয়মিত আড্ডা দিতো এবং ঐ পথে প্রায় সময় ছিনতাই এর মত ঘটনা ঘটাতো মাদকসেবীরা। বৃহস্পতিবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাড়াশি অভিযানে ৬জন মাদকসেবী ও বিক্রেতার মধ্যে নারায়ণগঞ্জ শহরের নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট এলাকার রাব্বি হাসান(২০), পিতা মিজানুর রহমান, মিশনপাড়া এলাকার পারভেজ(২০), পিতা-মৃত মিজান, ফাতুল্লা থানার দেলপাড়া এলাকার বাবু(২২), পিতা-কাজল মিয়া, কাউছার(২১), পিতা-তাহের হোসেন, দাপা ইদ্রাকপুর এলাকার আমিরুল(২০), পিতা-মৃত আবুল হাসেম, গাবতলী এলাকার সুর চাঁন আলী(৩০), পিতা-মৃত হায়দার আলী। আটককৃতরা সংঘবদ্ধ হয়ে মাদকসেবন করার সময় তাদের হাতে নাতে আটক করা হয়। প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ সালের ২৬ ধারায় অভিযুক্ত করা হচ্ছে বলে সূত্রে প্রকাশ। তবে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হতে পারে বলে সূত্রে প্রকাশ। এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তমিজ উদ্দিন মৃধা বলেন আমাদের মাদক বিরোধী নিয়মিত অভিযান চলছে এবং সেই সাথে মাদক বিরোধী সচেতনতা মূলক প্রচারণা ও আমরা চালিয়ে যাচ্ছি। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদকের নেতৃত্বে জেলা আইন শৃঙ্খলা সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা আরো শক্তিশালী ভাবে মাঠে কাজ করছি। তবে আশা করছি  দ্রুত আমরা মাদক নির্মূলে সচেষ্ট হবো।
এই বিভাগের আরো খবর