শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বন্দরে বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন: সেলিম ওসমান এমপি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭

বন্দর প্রতিনিধি: ৫ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান বলেছেন, এলাকার উন্নয়নে কাজ করার জন্য বন্দরের সব রাজনৈতিক দলকে একই প্লাটফর্মে এনেছি। দল মতের উর্ধ্বে উঠে কাজ করার চেষ্টা করছি। কিন্তু একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। বিভাজনের রাজনীতি করবেন না। পৃথকভাবে শহীদ মিনারে ফুল দেয়াতে আমি কষ্ট পেয়েছি। বিভাজনের রাজনীতির চেষ্টা করলে সমুচিত জবাব দেয়া হবে। গত মঙ্গলবার মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বন্দর সমরক্ষেত্র ৭১ প্রাঙ্গণে বন্দর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। উল্লেখ্য, বন্দর সমরক্ষেত্রে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে সব রাজনৈতিক দলকে এক সঙ্গে কর্মসূচি পালনের কথা থাকলেও বন্দর থানা বিএনপি নেতৃবৃন্দ আলাদাভাবে কর্মসুচি পালন করেন। নারায়ণগঞ্জ- ৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের নেতৃত্বে বিশাল শোক র‌্যালি বের করে বিএনপি। পরে তারা অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পার্পন করেন। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ¦ আবুল জাহের প্রমুখ। উপস্থিত ছিলেন বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন, কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, আফজাল ও ছাত্রলীগ নেতা আরাফাত কবীর ফাহিম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে একুশের গান পরিবেশন করেন, চ্যানেল আই ক্ষুদে গানরাজ বেলা, বাংলাদেশ বেতার এবং টিভি শিল্পী ও সাংবাদিক আতাউর রহমান, নাজমা সুলতানা, এম এ মান্নানসহ কলেজ ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এই বিভাগের আরো খবর