শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

ফতুল্লায় বসত ঘরে অগ্নিকাণ্ড, ২ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৭

যুগেরচিন্তা২৪ডটকম ফতুল্লা ইউনিয়ন পরিষদ সংলগ্ন আফসার উদ্দিনের ভাড়া বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৭ ফেব্রয়ারী) দিবাগত রাত প্রায় সাড়ে ১২ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আফসার উদ্দিনের ভাড়াটিয়া নূর জাহান বেগম বলেন, রাত ১০টার দিকে স্বামী ও এক কন্যা সন্তান নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ১২টার দিকে তিনি ঘরে ভিতর আগুন দেখতে পান। আগুন দেখে তিনি তার স্বামী আফজাল ও মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পরে তাদের চিৎকারে আসপাশের লোকজন এসে প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । অগ্নিকান্ডে নূর জাহানের ঘরের মধ্যে ফ্রিজ, টিভি, খাট, শোকেসসহ ১ ভরি স্বর্ণ পুড়ে গেছে। অপরদিকে নূর জাহানের পাশের রুমে সোবহান ফোরম্যান বিভিন্ন জিনিস পত্রও রেখেছিলেন। তাও আগুনে পুড়ে গেছে। এতে টিনশেড বিল্ডিংয়ের ২টি রুমের টিনও পুড়ে গেছে। খবর পেয়ে মন্ডল পাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পোষ্ট অফিস রোডের নতুন আরসিসি ঢালাইয়ের কারণে ঘটনাস্থলে যেতে পারেনি ফায়ার সার্ভিসের দল।এব্যাপারে ফতুল্লা মডেল থানার এসআই বিবেকানন্দ বলেন, ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় জনগনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এই বিভাগের আরো খবর