শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

শুক্রবার জেলা গণসংহতির সংহতি সমাবেশ

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৭   আপডেট: ১৬ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম : গ্যাসের দাম বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত  প্রত্যাহার এবং বাম মোর্চা ও সিপিবি- বাসদের ঘেরাও কর্মসূচীতে হামলার প্রতিবাদে শুক্রবার নারায়ণগঞ্জ জেলা গণসংহতির সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।  বিকেল ৩টায় জেলা প্রেস ক্লাবের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সংহতি প্রকাশ করবেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় রাজতৈনিক পরিষদের সদস্য তাসলিমা আক্তার লিমা, তেল-গ্যাস- খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক রফিউর রাব্বি, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(মার্কসবাদি), বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ধীমান সাহা জুয়েল, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়।  অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন। গনসংহতির নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন যুগের চিন্তা ২৪ ডটকম কে দেয়া এক বিবৃতিতে বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি মানে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের দাম বৃদ্ধি। জীবন যাপনের খরচ বাড়বে কিন্তু বাড়বে না শ্রমিকের মজুরি। দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করেও দেশের শ্রমজীবী মানুষ এই বাড়তি দামের সাথে খাপ খাইয়ে নিতে পারবে না। তাই আমরা এই অযৌক্তিক দাম বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আশা করবো আগামী কালের সংহতি সমাবেশে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে এ অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবেন। উল্লেখ্য, গত ১৫ ই মার্চ গণতান্ত্রিক বাম মোর্চা ও সিপিবি -বাসদ জ্বালানী মন্ত্রনালয় ঘেরাও কর্মসূচিতে ব্যাপক পুলিশি হামলা হয়। এ সময় রাবার বুলেট সহ, জল কামান, টিয়ার গ্যাস ও লাঠি চার্জ করে আন্দোলনরত নেতা কর্মীদের ছত্রÑভঙ্গ করে দেয়। এ সময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা আবু বকর রিপন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর কর্মী আল মুস্তাকিম, ইসরাত জাহান, নাঃগঞ্জ প্রতিবেশ আন্দলোনের সদস্য রায়হান জামান, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টের নেতা কর্মীরা আহত হন।
এই বিভাগের আরো খবর