শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

সিদ্ধিরগঞ্জে যুবলীগ সভাপতি কাউন্সিলর মতির নাম ভাঙ্গিয়ে জমি দখল!

প্রকাশিত: ১৩ মার্চ ২০১৭   আপডেট: ১৩ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (সিদ্ধিরগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির নাম ভাঙ্গিয়ে জোর পূর্বক ড্রেজার দিয়ে বালু ভরাট করে আবুল হোসেন গংদের জমি দখল করার অভিযোগ উঠেছে রাজা মিয়া গংদের বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিক আবুল হোসেন গংরা থানা জিডি করলেও পুলিশ আদলতের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে যে কোন মূহুর্তে আবুল গং ও রাজা মিয়া গংদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। তবে পুলিশ বলেছে রাজা মিয়া গংদের বাবুল বরাট বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, আদমজী আইলপাড়া এলাকায় পৈত্রিক সূত্রেপাতে শাহ আলম গংদের কাছ থেকে ১২৩২৫ খতিয়ান ভুক্ত জেএল নং ০৪, এসএ ৩৪৯৩ আরএস ১০৭১৮ আমমুক্তার দলিল মুল্যে ১০শতাংশ জমির মালিক হয় আবুল হোসেন, মোহাম্মদ আক্তার, ফিরোজ আহমেদ ও লিটন আহমেদ। সাম্প্রতিক শিমুলপাড়া এলাকার রাজা মিয়া, রাব্বি, সালাম গংরা সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতির নাম ভাঙ্গিয়ে জোর পূর্বক ড্রেজার দিয়ে বালু ভরাট করে দখল করার প্রয়তারা করছে। এ নিয়ে আবুল হোসেন ১২ মার্চ সিদ্ধিরগঞ্জ থানার একটি জিডি করে। যার নং ৬৯৩। এ ব্যাপারে আবুল হোসেন বলেন, আমমুক্তা দলিল মূল্যে আমরা ৪ জন ১০ শতাংশ জমির মালিক হই। এনিয়ে আদলতে একটি মামলা চলছে। আদালত নিষেধাজ্ঞা দেয়। আদালতের নিষেধাজ্ঞার কাগজ সিদ্ধিরগঞ্জ থানার দারোগা ফয়সালের কাছে জমা দেয়া হয়েছে। কিন্তু রাজা মিয়া গংরা সাম্প্রতিক ওই নেতার কথা বলে জোর পূর্বক বালু ভরাট করছে এনিয়ে থানা জিডি করলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছেনা। এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, আবুল হোসেন গংদের অভিযোগের সূত্রধরে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছিল। আদালতের নির্দেশনা মোতাবেক সকলকে চলার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তবে কেউ আবার জমিতে মাটি ভরাট করছে কিনা আমার জানা নেই। অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।
এই বিভাগের আরো খবর