শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ছিনতাইকৃত ২২ লাখ টাকার প্যান্ট রূপগঞ্জ থেকে উদ্ধার, আটক ৩

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৭   আপডেট: ২৫ মার্চ ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (রূপগঞ্জ) : রূপগঞ্জে ছিনতাই হওয়া ২২ লাখ টাকা মুল্যের লেডিস ক্যাপারি প্যান্টসহ কাভার্ডভ্যান উদ্ধার করেছেন পুলিশ। এসময় ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে আটক করা হয়। শনিবার দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া প্যান্ট উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন, উপজেলার বলাইখা এলাকার আলিম উদ্দিনের ছেলে মোমেন, মোহাম্মদ আলীর ছেলে আব্দুল মালেক, সদর এলাকার আব্দুল মজিদের ছেলে নজরুল ইসলাম। জাহিদুল ইসলাম জানান, তিনি গাজীপুর জেলার জয়দেবপুর থানার গাছা এলাকার এল,জেড গ্রুপের মিনিম্যাক্স গার্মেন্টসের ষ্টোর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বায়ারদের অর্ডারকৃত বিভিন্ন রেডিমেট গার্মেন্টস পণ্য শিফমেন্ট করার জন্য তাদের নিজস্ব পরিবহন মেসার্স সাউদিয়া ট্রান্সপোর্ট কারখানার সঙ্গে চুক্তিবদ্ধ। গত ২৩ মার্চ বৃহস্পতিবার রাত ১০টার দিকে কারখানা থেকে লেডিস ক্যাপারি প্যান্ট বোঝাই করে মেসার্স সাউদিয়া ট্রান্সপোর্ট নামে দুটি কাভার্ডভ্যান চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ২৪ মার্চ সকালে দুটি কাভার্ডভ্যানের মধ্যে একটি পৌছালেও অপরটি পৌছায়নি। পরে বিশ^স্ত সুত্রে জানতে পারেন, কাভার্ডভ্যানের চালক ইয়াছিন মিয়ার যোগসাজসে ছিনতাই করা হয়েছে। আর ছিনতাই হওয়া মালামাল কাভার্ডভ্যান থেকে অপর একটি কাভার্ডভ্যানে লোড-আন লোড করা হচ্ছে রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর পুলিশ আতলাশপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ছিনতাই হওয়া ১২৫০ কার্টুন (২২৫০০ পিছ) লেডিস ক্যাপারি প্যান্টসহ কাভার্ডভ্যান উদ্ধার ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ওই তিন জনকে ধাওয়া করে আটক করা হয়। এছাড়া ছিনতাইয়ের সঙ্গে জড়িত ইয়াছিন, হযরত আলী, আকরাম, স্বপন, মাকসুদসহ আরো অনেকে পালিয়ে যায়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় ষ্টোর ইনচার্জ জাহিদুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা মামলা দায়ের করেছে। বাকি আসামীদের আটকেরচেষ্টা চলছে। দুলাল/এস/এস
এই বিভাগের আরো খবর