বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

অটো রিক্সা মালিক শ্রমিক-সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিলে রিক্সা ভাংচুর, অসুস্থ মহিলা লাঞ্চিত!

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৭   আপডেট: ৫ মে ২০১৭

যুগের চিন্তা ২৪ ডটকম (ফতুল্লা) : ফতুল্লায় ব্যাটারি চালিত অটো রিক্সা মালিক শ্রমিক-সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিলে রিক্সা ভাংচুর, অসুস্থ মহিলা লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১১টায় ফতুল্লার পঞ্চবটি পাঁচতলা কলোনির সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় সাধারন মানুষের মাঝে বিরুপ প্রতিক্রীয়ার সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদশী ও কয়েক জন ভুক্তভোগী অভিযোগে জানা গেছে, সকাল ১১টায় ব্যাটারি খুলে নিয়ে অটো রিক্সা বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ব্যাটারী চালিত অটো রিক্সা মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি পঞ্চবটিস্থ ৫তলা কলোনির সামনে আসলে, নারায়ণগঞ্জের দিক হতে প্যাডেল চালিত কয়েকটি রিক্সা ফতুল্লার দিকে আসছিলো। এ সময় হঠাৎ করে মিছিলের মধ্য হতে কিছু সংখ্যক উৎশৃংখল যুবক অতর্কিতে লাঠি-সোটা নিয়ে রিক্সা গুলির উপর হামলা চালিয়ে ভাংচুর করে,চালকদের মারপিট এবং যাত্রীদের লাঞ্চিত করে। এর মধ্যে একটি রিক্সা ভিতরে থাকা  অসুস্থ মহিলা কে টেনে হেচরে লাঞ্চিত করা হয়। মহিলাটির শত অনুনয় বিনয়ও পাষন্ড সন্ত্রাসীদের মনে কোন দাগ কাটেনি। তাদের এ সব কার্যকলাপ দেখে সাধারন মানুষের মাঝে বিরুপ প্রতিক্রীয়ার সৃষ্টি হয়। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা ব্যাটারী চালিত অটো রিক্সা মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের যুগ্ন আহবায়ক আজিজুল হক বলেন,  হা.....য় মুরুক্ষের দলেরা  কি করতে কি কইরা ফালায়। কত কইছি অগোরে কোন কিছু ভাংচুর করিছ না, তাই করলো। ভাই আমি দেখতাছি অগরে। ফই/এস/এস
এই বিভাগের আরো খবর