শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

পাগলা কোস্ট গার্ডের ৬শ’ কেজি জাটকা আটক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭

ফতুল্লা প্রতিনিধি : পাগলাস্থ কোস্ট গার্ড রবিবার ভোরে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় ছয়’শ কেজি অবৈধ জাটকা আটক করে। কোস্ট গার্ড পাগলা স্টেশান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৯ ফেব্রুয়ারি ভোর ০৫:২০ ঘটিকায় জোনাল কমান্ডার ঢাকা জোন কমান্ডার এ টি এম রেজাউল হাসান, (সি), বিএন এর সার্বিক দিক নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলাস্থ কোস্ট গার্ড স্টেশান পাগলা এর স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বিএন এর তত্ত্বাবধানে টীম লিডার এম এ হোসেন, ইআরএ-৩(সিডি) এর নেতৃত্বে একটি অপারেশন দল বুড়িগঙ্গা নদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এম ভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৬০০ কেজি অবৈধ জাটকা আটক করা হয়।

আটককৃত জাটকা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা সমন্বয়কারী কর্মকর্তা মোঃ এমদাদ হোসেন এর নিকট হস্তান্তর করা হয়। আটককৃত জাটকার আনুমানিক মূল্য টাকা ১,৮০,০০০/০০ (টাকা এক লক্ষ আঁশি হাজার মাত্র)। আটককৃত জাটকাগুলো উপজেলা সমন্বয়কারী কর্মকর্তা মোঃ এমদাদ হোসেন অত্র স্থানীয় মাদ্রসা, এতিমখানা ও এলাকার গরীব দুঃস্থদের মধ্যে বিতরণ করেন। কোস্ট গার্ড স্টেশান পাগলার স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে। ‘জাটকা নিধন অভিযান-২০১৭” নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড অঙ্গীকারাবদ্ধ।

এই বিভাগের আরো খবর