শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ত্বক পরিষ্কার ও উজ্জ্বল রাখবে পেঁপের প্যাক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭

যুগেরচিন্তা২৪.কম : ত্বক পরিষ্কার ও উজ্জ্বল রাখতে পেঁপে ও অ্যালোভেরা বেশ কার্যকরী। বাড়িতেই তৈরি করে নিতে পারেন পেঁপে ও অ্যালোভেরার প্যাক। পেঁপে ত্বক উজ্জ্বল করে। অ্যালোভেরা ত্বকে কোমলতা আনে। তাছাড়াও ত্বকের নানা সমস্যা দূর করতে অ্যালোভেরার জুড়ি মেলা ভার।পেঁপে ও অ্যালোভেরা প্যাক তৈরির করতে লাগবে অর্ধেক পাকা পেঁপে ও ১ চামচ অ্যালোভেরা জেল।ব্যবহার বিধি :অ্যালোভেরা জেল ও পেঁপে একসঙ্গে পেস্ট করে নিন। মিশ্রণটি ত্বকের উপর ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।উপকারিতা :১) তৈলাক্ত ত্বকের জন্য এই প্যাকটি ফলদায়ী। তেলতেলভাব অনেকটা কমিয়ে দেয় পেঁপে ও অ্যালোভেরা জেল।২) এতে উপস্থিত ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। ত্বকের ট্যান পড়ার ভয় থাকে না।৩) প্যাকটির মধ্যে সেইসব উপাদান রয়েছে, যা ত্বকে সঠিক পুষ্টি জোগায় ও ফর্সা করে তোলে।৪) ত্বক কোমল ও মসৃণ করে। ত্বকে পিএইচ মাত্রা বজায় রাখে।৫) অ্যান্টি এজিংয়ের কাজ করে অ্যালোভেরা ও পেঁপে। প্রত্যেকদিন এই প্যাক ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ পড়বে না।৬) নিয়মিত এই প্যাক ব্যবহার করলে শরীরের অপ্রত্যাশিত রোম থেকে মুক্তি পেতে পারবেন।৭) এই প্যাক ত্বককে দাগছোপ মুক্ত করবে। এতে থাকা ভিটামিন সি কালো দাগছোপ দূর করতে কার্যকরী।
এই বিভাগের আরো খবর