শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

আমি কাউকে মিথ্যা আশ্বাস দেই না: মেয়র আইভী

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ২ আগস্ট ২০১৭

শহর প্রতিনিধি : মানুষের জন্য সরলতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রচন্ড প্রতিবাদ করার মতো মনোভাব রাখতে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

গতকাল রোববার বেলা ১২টায় শহরের দেওভোগে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে (আর্ট কলেজ) বসন্ত বরণ ও নবীন বরণ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইভী বলেন, ‘চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সম্পর্কে মানুষ ভাবে ওরা একটু ব্যতিক্রম হবে। সহজ সরল ও সাধারণ মানুষের কথা বুঝবে। তাই আমাদের মধ্যে সরলতাও থাকবে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রচন্ড প্রতিবাদও থাকবে। সব কিছু মিলে শান্ত সুন্দর পরিবেশের মধ্যে আমরা অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠার প্রত্যাশা রাখছি।’ আইভী আরো বলেন, ‘আমি কাউকে মিথ্যা আশ্বাস দেই না এবং আমি মিথ্যা বলি না। আমি যেটা পারি সেটা সরাসরিই বলে দেই পারবো।

না পারলেও সেটা সরাসরি বলে দেই এটা পারবো না। অনেকেই জানে আমি একটু রুক্ষ্ম মেজাজের কথা বলি। অনেক ক্ষেত্রে আমি ডাইরেক্ট ‘না’ করে দেই যা সাধারণত রাজনীতিতে চলে না। একটু রাগডাক দিয়ে কথা বলা অথবা একটু প্রীতি হওয়া এগুলো আমার মাঝে নাই। আর আমি এগুলো পারিও না। আমার কেন জানি মনে হয় নারায়ণগঞ্জের জনগণ এটাই মেনে নিয়েছে। আমার মনে হয় যে তিন তিনটা নির্বাচন করেছি এবং তারা এটাতেই অভ্যস্ত। আমার মানুষ সেটাকেই পছন্দ করে। যেটা সত্য সেটা বলা। মানুষ সত্যকেই পছন্দ করে। আমার এ সমাজের পরিবর্তন চাই, সত্য চাই। বাংলাদেশের মতো দেশকে আমরা উন্নত বিশ্বের কাছে পৌছাতে চাই।

সেই চিন্তাগুলো আমার মাথায় রেখে আমরা সকলে কাজ করি।’ চারুকলার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইভী বলেন, ‘শিক্ষার্থীদের ভিতরেও যেন সত্য বলার স্পিডটা থাকে। মনের আকুতি, মানুষের আকুতি, মানুষ কি বলে, সত্য হলে সেটাই যেন কলমের ছোয়ায় ভেসে উঠে। আমি আঁকতে পারি না বলে মুখে প্রতিবাদ করি। কিন্তু যারা আঁকে তারা কিন্তু ঠিকই তাদের প্রতিবাদ ফোটিয়ে তুলছে। নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আহসানুল করিম বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কমিটির সদস্য রফিউর রাব্বি, আব্দুস সালাম, জহিরুল ইসলাম, অধ্যক্ষ শামসুল আলম আজাদ, শিক্ষার্থী তৌফিকুর রহমান, মোসলিমা আনোয়ার তৃষ্ণা, মারুফা আহমেদ প্রমুখ।

এই বিভাগের আরো খবর