শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

ভারতকে প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবছে চীন : মার্কিন বিশেষজ্ঞ

প্রকাশিত: ৮ আগস্ট ২০১৭   আপডেট: ৮ আগস্ট ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী ভারতকেই প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবছে চীন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মনে করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেশের স্বার্থের পক্ষেই সুদৃঢ় অবস্থান নিচ্ছেন। ওয়াশিংটন ভিত্তিক আমেরিকার শীর্ষ বুদ্ধিবৃত্তিক সংগঠন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যাডিজ (সিএসআইএস)-এর এশিয়াবিষয়ক উপদেষ্টা ও এই সংগঠনের চীনা পাওয়ার প্রোজেক্ট-বিষয়ক পরিচালক বোনি গ্লাসার সোমবার এ কথা বলেছেন। বোনি গ্লাসার বলেন, আমি মনে করি, ‘চীনের প্রেসিডেন্ট জিনপিং ভারতীয় প্রধানমন্ত্রী মোদিকে এমন একজন নেতা হিসেবে দেখছেন, যিনি ভারতের স্বার্থের পক্ষেই সরব এবং এ অঞ্চলে চীনবিরোধী অন্যান্য দেশের সঙ্গে একত্রে কাজ করতে চান, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে এবং এ কারণেই উদ্বিগ্ন বেইজিং।’ তিনি আরো বলেন, ‘ভারতের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক থেকে কোনো লাভ হচ্ছে না বলে মনে করে চীন। যে কারণে আগেভাগেই দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেন জিনপিং। আমার মনে হয়, তিনি ভেবেছিলেন ভারত এমন কোনো নীতি গ্রহণ করবে না, যা চীনের স্বার্থের বিরুদ্ধে যায়। কিন্তু আমার কাছে পরিষ্কার, জিনপিং যেমনটি ভেবেছিলেন, তা হয়নি। তিনি দক্ষিণ চীন সাগর নিয়ে তার অবস্থানেই অটল থেকেছেন।’ ভুটানের দোকলাম সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনীর অবস্থান ও এ-সম্পর্কিত উত্তেজনার ওপর গভীর নজর রাখছেন বোনি গ্লাসার। ভুটান, চীন ও ভারতের সংযোগস্থলের কাছে চীনা সেনারা একটি সড়ক নির্মাণ শুরু করলে ১৬ জুন সীমান্তে সেনা মোতায়েন করে ভারত। ভারতীয় সেনারা ভুটানের দোকলামে অবস্থান নিয়েছে। চীনও সীমান্তে সেনা মোতায়েন করেছে। ফলে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে দুই দেশের সীমান্তাঞ্চলে। চীনের সাফ কথা, আগে সেনা প্রত্যাহার, পরে ভারতের সঙ্গে আলোচনা। কিন্তু ভারত বলছে, কূটনৈতিক পর্যায়ে আলাপ-আলোচনার মাধ্যমে এ উত্তেজনার সমাপ্তি হতে পারে। তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন
এই বিভাগের আরো খবর