বুধবার   ২৪ এপ্রিল ২০২৪   বৈশাখ ১১ ১৪৩১

নগরীতে ডিবি’র সাথে বন্ধুক যুদ্ধে সন্ত্রাসী গুলিবিদ্ধ, অস্ত্রগুলি উদ্ধার

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৭   আপডেট: ৭ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪ ডটকম) : নগরীতে সন্ত্রাসী ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বন্ধুক যুদ্ধে ইয়াসিন আরাফাত (২৫) নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। চাষাড়া গলাচিপা এলাকায় স্কলার্স কানাডা নামক ইংরেজী কোচিং সেন্টারের পাশে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে ডিবি পুলিশ তাকে আহত অবস্থায় গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ ৭ পয়েন্ট ৬৫ বোরের একটি পিস্তল উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ইয়াসিন আরাফাতকে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় কর্তব্যরত ডাক্তার। ইয়াসিন আরাফাত গলাচিপা এলাকার বাসিন্দা। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর উপ-পরিদর্শক এসআই মফিজুল ইসলাম বলেন, গলাচিপা এলাকার স্কলার্স কানাডা নামক ইংরেজী কোচিং সেন্টারের সামনে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই আবু সায়েম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্ত্রাসীরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে। তারাও পাল্টা গুলি করলে ইয়াছিন আরাফাত গুলিবিদ্ধ হয়। পরে তাকে ওই অস্ত্র ও গুলিসহ আহতবস্থায় গ্রেপ্তার করা হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি সার্বিক) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
এই বিভাগের আরো খবর